বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৪


উত্তাল সমুদ্র। একের পর এক ভয়ঙ্কর ঢেউয়ে প্রমোদতরীটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিল। এর সঙ্গে ঝড়-বৃষ্টি পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছিল। মাঝ দরিয়ায় ঢেউয়ের দোলায় বেসামাল প্রমোদতরী খেলনার মতো দুলছে। এই উপরে উঠছে, এই আছড়ে পড়ছে।
এর কয়েক বার হওয়ার পর এক বিশালাকৃতির বড় ঢেউ আছড়ে পড়ল প্রমোদতরীটির উপর। মুহূর্তেই পাল্টি খেয়ে ঢেউয়ের নীচে মিলিয়ে গিয়ে ফের ভেসে উঠল প্রমোদতরীটি। রোমহর্ষক সেই দৃশ্য প্রকাশ্যে এসেছে।

আরও পড়ুন:

সোনার বাংলার চিঠি আরও দেখুন, পর্ব-৯: অমর একুশে গ্রন্থমেলা: বাংলাভাষী লেখকদের আবেগ ও স্বপ্নের বইমেলা

চেনা দেশ অচেনা পথ, পর্ব-৫: জনজাতি ও জনসত্ত্বা

বিবিসি-র প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে আমেরিকার সমুদ্র উপকূল থেকে ১০ লোমিটার দূরে। প্রমোদতরীটি দুর্যোগের কবলে পড়ে যায়। উপকূলরক্ষী বাহিনী খবর পেয়েই উদ্ধারকাজে নামে। প্রমোদতরীতে থাকা লোকজন বাঁচার জন্য সাহায্য চাইছিলেন। উত্তাল সমুদ্রে নেমে এক জওয়ান তাঁদের কাছে যাওয়ার চেষ্টা করেন। তিনি প্রমোদতরীর কাছাকাছি পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু ঠিক সে সময়ই এক দৈত্যাকার ঢেউ প্রমোদতরীটি খেলনার মতো ভাসিয়ে নিয়ে যায়। প্রমোদতরীর লোকজন সমুদ্রের জলে আছড়ে পড়েন।

আরও পড়ুন:

অনন্ত এক পথ পরিক্রমা, পর্ব-৫: ভক্তের আন্তরিকতা ও প্রার্থনা, ভগবানকে রেশম সুতোয় বেঁধে রাখে

স্বাদে-আহ্লাদে: শীতে পছন্দের তালিকায় রয়েছে লাড্ডু? মিষ্টিমুখ হয়ে যাক গাজরের লাড্ডু দিয়েই

উপকূলরক্ষী বাহিনী সূত্রে খবর, শেষমেশ বেশ কয়েক জনকে উদ্ধার করা গিয়েছে। তাঁদের উপকূলরক্ষীবাহিনীর ঘাঁটি অ্যাস্টোরিয়াতে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের চিকিৎসা করানো হয়।

Skip to content