শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি: প্রতীকী।

সামরিক শক্তির বিচারে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের তকমা পেল জো বাইডেনের আমেরিকা। দু’নম্বরে ভ্লাদিমির পুতিনের রাশিয়া! যদিও পুতিনের ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছেন চিনের প্রেসিডেন্ট শি চিনফিং। তালিকায় তিন নম্বরে রয়েছে চিন!
সম্প্রতি আন্তর্জাতিক সামরিক পর্যবেক্ষণ নিয়ে ‘গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্স’ বা জিএফপি সূচিতে এমনই তথ্য প্রকাশিত হয়েছে। ‘গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্স’ তালিকা অনুযায়ী, সামরিক শক্তির সংখ্যাতত্ত্বের হিসেবে আমেরিকা, রাশিয়ার পরেই তৃতীয় স্থানে রয়েছে পড়শি দেশ চিন। প্রসঙ্গত উল্লেখ্য, সংশ্লিষ্ট দেশের সেনার কৌশলগত অবস্থান, সমরাস্ত্র, সেনার সংখ্যা, সামরিক সরঞ্জামের মান ও পরিমাণ, উৎকর্ষতা এবং আর্থিক হাল ইত্যাদির নির্ভর করে ওই তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় বিশ্বের মোট ১৪৫টি দেশের নাম রয়েছে।
আরও পড়ুন:

কলকাতার পথ-হেঁশেল, পর্ব-২৩: ডো অ্যাজ ইউ লাইক

দশভুজা, দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-৮: শান্তা দেবী— এক মহীয়সী!

১৪৫টি দেশের ওই তালিকায় আমাদের দেশ ভারত কত নম্বরে রয়েছে? আমেরিকা, রাশিয়া, চিনের পরেই ভারত রয়েছে। অর্থাৎ ‘গ্লোবাল ফায়ার পাওয়ার ইনডেক্স’-এর প্রকাশিত তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ভারত। প্রথম দশে থাকা অন্য দেশগুলি হল: দক্ষিণ কোরিয়া, ব্রিটেন, জাপান, তুরস্ক, পাকিস্তান এবং ইতালি।
আরও পড়ুন:

মুভি রিভিউ: বারো ক্লাস ফেল ছেলের প্রায় জগৎ জয়ের কাহিনি মন ছুঁয়েছে সবার

উল্লেখ্য, রাষ্ট্রপুঞ্জ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ ফ্রান্স পরমাণু শক্তিধর হয়েও প্রথম দশের মধ্যে নেই। সামরিক বিষয়ক ওয়েবসাইট ‘মিলিটারি ডিরেক্ট’ দু’ বছর আগে এরকম একটি তালিকা প্রকাশ করেছিল। সেই রিপোর্টে বলা হয়েছিল, জো বাইডেনের আমেরিকাকে টপকে বিশ্বে এক নম্বর সামরিক শক্তি হয়ে উঠেতে চলেছে শি চিনফিং এর চিন। তবে ‘মিলিটারি ডিরেক্ট’ প্রকাশিত ‘আল্টিমেট মিলিটারি স্ট্রেংথ ইনডেক্স’ এর ওই তালিকায় ভারত চতুর্থ স্থানেই ছিল।

Skip to content