বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৪


ভয়াবহ শীতকালীন তুষারঝড় ‘সাইক্লোন বোমা’য় আমেরিকায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৬২। উত্তর আমেরিকা মহাদেশের বেশির ভাগ জায়গা জমে গিয়েছে ঠান্ডায়। তাপমাত্রার পারদ পৌঁছে গিয়েছে হিমাঙ্কের অনেকটা নীচে। কোনও কোনও জায়গায় পারদ হিমাঙ্কের ৫৩ ডিগ্রি নীচেও নেমে গিয়েছে।
সাইক্লোন বোমায় সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত বাফেলো প্রদেশ। এখানে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। কোথাও কোথাও বরফের নীচে, গাড়ির ভিতর, বাড়ির মধ্যে মৃতদেহ পাওয়া গিয়েছে। কোথাও আবার বরফ সরাতে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। অনেক জায়গায় বিপর্যয় মোকাবিলা বাহিনী ঠিক সময়ে পৌঁছতে না পারায় মৃত্যু হয়েছে।
আরও পড়ুন:

শীতের সুর কেটেছে, ডিসেম্বর শেষেও পারদ ঊর্ধ্বমুখী, ফের শীত কবে হানা দেবে? জানিয়ে দিল হাওয়া অফিস

ডাক্তারের ডায়েরি, পর্ব-২৯: সাফল্যে মাথা ঘোরেনি পরান বাড়ুজ্যের

তুষারঝড় কমলে যখন বরফ গলবে, তখন আরও মৃতদেহ উদ্ধারের আশঙ্কা করা হচ্ছে। এক টানা ৫ থেকে ৬ দিন তুষারঝড়ের জন্য দেশের নানা প্রান্তে পুরু বরফ জমে গিয়েছে। কোথাও কোথাও জমে যাওয়া বরফের উচ্চতা দাঁড়িয়েছে ৮ থেকে ১০ ফুট! বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে। প্রায় ২ লক্ষ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা। হাজার হাজার বিমান বাতিল করা হয়েছে।
আরও পড়ুন:

ইংলিশ টিংলিশ: Preposition-এর মূল নিয়মগুলো জানো কি?

দশভুজা: রুমা দেবী—তিরিশ হাজার মহিলার ভাগ্য পরিবর্তনের কান্ডারি তিনি

আমেরিকায় এর আগে ১৯৭৭ সালে এমন ভয়ংকর তুষারঝড় হয়েছিল। সে-বার ২৯ জনের মৃত্যু হয়েছিল। সেই রেকর্ড ভেঙে দিল ২০২২ সালের হাড়হিম করা ভয়াবহ শীতকালীন তুষারঝড় সাইক্লোন বোমা।

Skip to content