বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৪


২৭২৪ থেকে প্রায় ৮০০০! একলাফে দ্বিগুণেরও বেশি। গত কালের ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা এ ভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এ প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, মৃত্যুর এই সংখ্যাটি কিছুই নয়। প্রাথমিক স্তরে যা মনে করা হয়েছিল, তার আট গুণ পর্যন্ত প্রাণহানির সংখ্যা বাড়তে পারে।

এদিকে, দুই দেশে আহতের সংখ্যার কোনও সঠিক হিসেব নেই। এই ভয়াবহ পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা-সহ প্রায় সব দেশ তুরস্ক ও সিরিয়ার পাশে দাঁড়িয়েছে। ভারতের পাঠানো প্রথম দফার ত্রাণসাহায্য আজ তুরস্কের আদানা শহরে পৌঁছেছে। এর পাশাপাশি সেখানে পৌঁছে গিয়েছে ভারতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর উদ্ধারকারী দল, প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর, চিকিৎসা সামগ্রী, ড্রিলিং মেশিন ইত্যাদি।
শুধু তুরস্ক নয়, ভারতের ত্রাণসাহায্য সিরিয়াতেও পৌঁছে গিয়েছে। ভারতে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ফিরাত সুনেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘‘তুর্কি ও হিন্দি… দুই ভাষাতেই ‘দোস্ত’ শব্দটি রয়েছে। তুর্কিতে একটা কথা আছে: বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু।’’

তুরস্কে এখন প্রবল ঠান্ডা। হাড় হিম করা ঠান্ডায় অসংখ্য মানুষ খোলা আকাশের নীচে। সতর্ক করেছে আবহাওয়া দফতরও। হাওয়া দফতর জানিয়েছে, তাপমাত্রার পারদ আরও নিম্নমুখী হতে পারে। আশঙ্কাও রয়েছে তুষারঝড়েরও। হু-র ইউরোপ শাখার জরুরি বিভাগের শীর্ষস্থানীয় আধিকারিক ক্যাথরিন স্মলউডের কথায়, ‘‘ভূমিকম্পের জেরে যাঁদের ঘরবাড়ি নেই বা ঘরে ফেরার পরিস্থিতিতে নেই, তাঁরা সবাই এক জায়গায় জড়ো হচ্ছেন। এর ফলেও বিপদ বাড়ছে। ছোট আশ্রয়শিবিরে প্রচণ্ড ভিড়। ঘর গরম রাখার ব্যবস্থা নেই। ফলে শ্বাসজনিত রোগ ছড়ানোর আশঙ্কা রয়েছে।’’
আরও পড়ুন:

রিজার্ভ ব্যাঙ্ক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ফের বাড়াল রেপো রেট! বাড়ি, গাড়ি-সহ সব ঋণেই ইএমআই বৃদ্ধির আশঙ্কা

মাধুরী দীক্ষিতের রেশমের মতো চুলের রহস্য কি? সেই তেল কিন্তু বাড়িতেই বানাতে পারেন

এই ভিড়েই মধ্যেই আশ্রয় খুঁজছেন পরিবার হারিয়ে রাতারাতি একা হয়ে যাওয়া মানুষজন। অনেকে রাতের অন্ধকারেও ভগ্নস্তূপে ঘুরে বেড়াচ্ছেন প্রিয়জনকে খুঁজে পাওয়ার আশায়। এদিকে, তুরস্ক সরকার এক সপ্তাহ জাতীয় শোক ঘোষণা করেছে। প্রেসিডেন্ট রেজেপ তায়িপ এরেদোয়ান একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, ‘‘সবাই সর্বশক্তি দিয়ে উদ্ধারকাজে নিয়োজিত হয়েছেন। শীতের মরসুম, প্রবল ঠান্ডা এবং ভূমিকম্পের ভয়বহতার মধ্যেও উদ্ধারকারীরা নিরবিচ্ছিন্ন ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’’
আরও পড়ুন:

হেলদি ডায়েট: একটুতেই নখ ভেঙে যায়? নখের স্বাস্থ্যের জন্য এই সব খাবার পাতে রাখতেই হবে

জ্যোতির্লিঙ্গ যাত্রাপথে, পর্ব-৩: বাবা বিশ্বনাথের দরবারে

সিরিয়ার পরিস্থিতিও ভয়াবহ। হু-এর আধিকারিক অ্যাডেলেড মার্শাংয়ের কথায়, বিপর্যয় সামলানোর জন্য তুরস্কের তবুও কিছুটা সামর্থ্য রয়েছে। কিন্তু টানা গৃহযুদ্ধে বিপর্যস্ত সিরিয়ার অর্থনৈতিক অবস্থাও বেশ খারাপ। এ দেশে কলেরার সংক্রমণ ছড়িয়েছে। সঙ্গে খাদ্য সঙ্কট ও অপুষ্টির সমস্যা তো রয়েইছে। অসংখ্য সমস্যার মধ্যে যোগ হল আরও একটি। অ্যাডেলেড জানান, তীব্র ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়া মিলিয়ে অন্তত ২ কোটি ৩০ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর মধ্যে অন্তত ১৪ লক্ষ শিশু রয়েছে।

Skip to content