শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি সংগৃহীত

এখনও পর্যন্ত তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে ২৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা প্রচুর। রাষ্ট্রপুঞ্জের ত্রাণ এবং পুনর্বাসন বিভাগের প্রধান মার্টিন গ্রিফিথস দক্ষিণ তুরস্কের কাহরামানমারাস শহর পরিদর্শনে গিয়েছেন। তাঁর দাবি, উদ্ধারকার্য শেষ হলে মৃতের সংখ্যা বেড়ে দ্বিগুণ হতে পারে। এ প্রসঙ্গে তিনি ‘স্কাই নিউজ’কে জানিয়েছেন, বহু মানুষ ধ্বংসস্তূপের তলায় রয়েছেন। সবাইকে উদ্ধার করা সম্ভব হলে মৃত্যুর সংখ্যা ছুঁতে পারে ৫০ হাজার।
কাহরামানমারাস প্রথম কম্পনের উৎসস্থল। এখান মার্টিন বলেন, ‘‘এখনই সঠিক সংখ্যা বলা শক্ত। উদ্ধারকারী দলকে ধ্বংসস্তূপের তলায় পৌঁছতে হবে। আমার মধ্যে কোনও সংশয় নেই, মৃত্যুর এই সংখ্যা দ্বিগুণ বা তারও হতে পারে।’’ রাষ্ট্রপুঞ্জের হিসাব অনুযায়ী, তুরস্ক-সিরিয়া মিলিয়ে ভূমিকম্পের মৃত্যু হতে পারে অন্তত ৫০ হাজার মানুষের।
আরও পড়ুন:

দুই বাংলার উপন্যাস: বসুন্ধরা এবং, ২য় খণ্ড, পর্ব-৪: তেমন কিছুই করি না, সামান্য একটু লেখালেখি করি…

পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১: একটি ক্লান্তিকর বাসযাত্রা এবং…

এখনও পর্যন্ত মৃত্যু ২৮ হাজার মানুষের মধ্যে তুরস্কে ২৪,৬১৭ জন এবং সিরিয়ায় ৩,৫৭৪জন রয়েছেন। ২৪ ঘণ্টা কাজ করছেন তুরস্কের সরকারের বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রায় ৩২ হাজার কর্মী। পাশাপাশি দিনরাত এক করে কাজ করে চলেছেন অন্তত দশ হাজার উদ্ধারকর্মী। যেখানে প্রাণের সাড়া পাচ্ছেন সেখানে ছুটছেন তাঁরা।
আরও পড়ুন:

বিচিত্রের বৈচিত্র্য: এই বইমেলা জানে আমার প্রথম অনেক কিছু…

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৪২: সুন্দরবনের কিছু মূল্যবান মাছ যেগুলো আজ লুপ্তপ্রায়

রাষ্ট্রপুঞ্জ দু’দেশ মিলিয়ে প্রায় ৮ লক্ষ ৭০ হাজার মানুষের পাতে গরম খাবার দেওয়ার কথা আগেই জানিয়েছিল। শুধু সিরিয়াতেই প্রায় ৫৩ লক্ষ মানুষ গৃহহীন। তুরস্কের হিসেব ধরলে সংখ্যাটা আরও অনেক বাড়বে। বিশ্বস্বাস্থ্য সংস্থা (হু)-র হিসাব অনুযায়ী, ভূমিকম্পে দুই দেশ মিলিয়ে প্রায় আড়াই কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই মুহূর্তে এঁদের ত্রাণ এবং পুনর্বাসনের জন্য দরকার কমপক্ষে সাড়ে চার কোটি ডলার।

Skip to content