শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

বিশ্বের একাধিক দেশে থাবা বসিয়েছে মাঙ্কি পক্স। প্রায় ৩৯টি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। আক্রান্তের সংখ্যা কয়েক হাজার। এহেন একটি ভাইরাসের সঙ্গে আফ্রিকার নাম জড়িয়ে যাওয়ায় সরব হয়েছেন আন্তর্জাতিক বিজ্ঞানীদের একাংশ। সেই বিজ্ঞানীদের বক্তব্য, মূলত আফ্রিকাতেই এই ভাইরাস ছড়াত। আবার এর অন্য দুটি রূপও সেই মহাদেশেই পাওয়া গিয়েছে। ফলে এই ভাইরাসের মাধ্যমে কোনও না কোনও ভাবে বর্ণভেদ প্রকট হচ্ছে। এই রোগের সঙ্গে আফ্রিকার নাম জুড়ে যাওয়ায় সেই মহাদেশের দেশগুলি অযথা কলঙ্কিতও হচ্ছে বলে তাঁরা মনে করছেন। তাঁদের কথায়, পুরনো ভাইরাসটির নামের সঙ্গে আফ্রিকা এবং নতুন দু’টি রূপের নামের সঙ্গে পশ্চিম আফ্রিকা ও কঙ্গো অববাহিকা বা মধ্য আফ্রিকার নাম জুড়ে যাচ্ছে। তাই নাম বদলানো জরুরি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’-ও আন্তর্জাতিক বিজ্ঞানীদের একাংশের অভিযোগের ভিত্তিতে মাঙ্কি পক্স ভাইরাসের নাম বদলানো নিয়ে বিশেষ উদ্যোগী হয়েছে। তারা জানিয়েছে, বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার পর মূল ভাইরাস এবং অন্য দুটি রূপের নামকরণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তারপর নতুন নাম ঘোষণা করা হবে।


Skip to content