বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


তাইল্যান্ডে এলোপাথাড়ি গুলি চলাল বন্দুকবাজ। এই ঘটনায় কম পক্ষে ৩৪ জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, নিহত ৩৪ জনের মধ্যে ২২ জন শিশু রয়েছে। এ প্রসঙ্গে তাইল্যান্ড পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, দেশের উত্তরপূর্ব প্রদশের একটি ক্রেশে এক বন্দুকবাজ আচমকা হামলা চালিয়েছেন। এই ঘটনায় বহু মানুষ জখম হয়েছেন। এই নারকীয় ঘটানার পর ওই বন্দুকবাজ আত্মঘাতী হয়েছেন।
আরও পড়ুন:

বারবার ব্রা কিনতে গিয়ে থমকে যান? তাহলে জেনে নিন সঠিক অন্তর্বাস বেছে নেওয়ার সহজ উপায়

বৃষ্টি থেকে এখনই মুক্তি নেই! কলকাতার নানা প্রান্তে দফায় দফায় বর্ষণ, পূর্বাভাস দক্ষিণ ও উত্তরের কয়েকটি জেলাতেও

বিবিসি সূত্রে খবর, বৃহস্পতিবার তাইল্যান্ডের নং বুয়া লম্ফু শহরে একটি প্রি-স্কুলে এলোপাথাড়ি গুলি চালান প্রাক্তন এক পুলিশ আধিকারিক। পুলিশ জানিয়েছে, ‘প্রি স্কুল চাইল্ড ডে কেয়ার সেন্টার’-এ শিশু ও প্রাপ্তবয়স্কদের শুধু গুলি চালানো নয়, নির্মম ভাবে কোপানও ওই বন্দুকবাজ। যদিও ঠিক কী কারণে তিনি এই হামলা চালিয়েছেন, তা এখনও জানা যায়নি। সম্প্রতি আত্মঘাতী ওই পুলিশ আধিকারিককে চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছিল। সেই ঘটনার প্রতিশোধ নিতেই তিনি হামলা চালিয়েছেন কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।


Skip to content