বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


এয়ার ইন্ডিয়ার সঙ্গে মিশে যেতে পারে ভিস্তারা। এ নিয়ে মঙ্গলবার টাটা সন্সের সঙ্গে সিঙ্গাপুর এয়ারলাইন্সের সঙ্গে আলোচনা হয়। সূত্রের খবর, দুই সংস্থার মিশে যাওয়া নিয়ে ঐকমত্য হয়েছে।
দুই সংস্থার তরফে জানানো হয়েছে, ২০২৩ সালের মার্চ মাসের মধ্যেই একত্রীকরণ প্রক্রিয়া সম্পন্ন হবে। এয়ারলাইন্সের (এসআইএ)-র যৌথ উদ্যোগ ভিস্তারাকে প্রতিযোগিতার বাজারে আরও এগিয়ে রাখতেই এয়ার ইন্ডিয়ার সঙ্গে একত্রীকরণের এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
টাটাদের মালিকানাধীন দুই সংস্থা মিশে গেলে পরিকাঠামো ও সম্পদের সদ্ব্যবহার এবং খরচ কমানো সম্ভব। এমনটা মনে করছে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের আধিকারিকদের একাংশ। একত্রীকরণ প্রক্রিয়া সম্পন্ন হলে দেশের এক নম্বর উড়ান সংস্থা ইন্ডিগোকে টাটারা কড়া প্রতিযোগিতায় ফেলবে বলে মনে করা হচ্ছে।
একত্রীকরণ হলে এসআইএ-র হাতে ২৫.১ শতাংশ শেয়ার থাকবে। এর বাজার মূল্য আনুমানিক মূল্য ৫ থেকে ১০ হাজার কোটি টাকা বলে টাটা সন্স এবং এসআইএ জানিয়েছে।
আরও পড়ুন:

ডিএলএডের প্রশ্নপত্র কীভাবে ফাঁস হল? পরীক্ষা নিয়ে সিআইডি তদন্তের নির্দেশ নবান্নের

ইংলিশ টিংলিশ: I talk কিন্তু he talks কেন হয়? সঙ্গে আরও জেনে নাও be এবং have verb-এর সঠিক প্রয়োগ

২০২১ সালের অক্টোবরে সরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার নিয়ন্ত্রণ পায় টাটা গোষ্ঠী। এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণের জন্য ১৮ হাজার কোটি টাকার দরপত্র জমা দেয় টাটা সন্স। এর পরে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অধীনস্থ ‘বিলগ্নিকরণ এবং রাষ্ট্রায়ত্ত সংস্থা নিয়ন্ত্রণ দফতর’ সেটি অনুমোদন করে। প্রায় ৬৮ বছর পর টাটারা আবার এয়ার ইন্ডিয়ার মালিকানা পায়। ‘বিলগ্নিকরণ এবং রাষ্ট্রায়ত্ত সংস্থা নিয়ন্ত্রণ দফতর’-এর অনুমোদন পাওয়ার পরেই এয়ার ইন্ডিয়া এবং ভিস্তারাকে মিশিয়ে দেওয়ার উদ্যোগ শুরু হতে থাকে।
আরও পড়ুন:

কলকাতায় শিরশিরানি ভাবের মাঝেই তাপমাত্রা বাড়ল দু’ডিগ্রি, আগামী কয়েক দিনের মধ্যে ফের পারদপতন!

হোমিওপ্যাথি: অর্শে কষ্ট পাচ্ছেন? রেহাই পেতে জেনে নিন কী করবেন, কী করবেন না

উল্লেখ্য, দেশের প্রথম পাইলট জে আর ডি টাটা প্রায় ন’দশক আগে প্রতিষ্ঠা করেছিলেন টাটা এয়ারলাইন্স। যদিও ১৯৪৬ এর নাম বদলে করা হয় এয়ার ইন্ডিয়া (এআই)। দেশ স্বাধীন হওয়ার পর এর মালিকানা চলে গিয়েছিল কেন্দ্রীয় সরকারের হাতে।

Skip to content