এখনও নেপালের তারা এয়ারের নিখোঁজ বিমানের সন্ধান পাওয়া যায়নি। ২২ জন যাত্রী-সহ মাঝ আকাশে নিখোঁজ হয়ে যায় এই বিমানটি। যাত্রীদের মধ্যে রয়েছেন চার ভারতীয়, তিন জাপানি। রয়েছেন তিন বিমানকর্মীও। বিমানটি নেপালের পোখরা থেকে জোমসোম যাচ্ছিল। রবিবার সকাল ৯টা ৫৫ মিনিটে সেটি রওনা দেয়। উড়ানের কিছুক্ষণ পরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রেডারের বাইরে চলে যায় বিমানটি। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় নিখোঁজ বিমানটিকে নিয়ে বিভ্রান্তিও তৈরি হয়েছে। নেপালের অসামরিক বিমান পরিবহণ দফতর প্রথমে বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে বলে টুইট করলেও পরেই নেপাল সেনা ফের টুইট করে জানিয়ে দেয় এখনও নিখোঁজ বিমানের কোনও হদিশ মেলেনি। আশঙ্কা করা হচ্ছে, বিমানটি হয়তো ভেঙে পড়েছে। একটি সেনা হেলিকপ্টার নিখোঁজ বিমাননের খোঁজে পাঠানো হয়েছিল। কিন্তু রবিবার বিকেলে কম আলো ও খারাপ আবহাওয়ার জন্য তল্লাশি অভিযান স্থগিত রাখা হয়। সোমবার সকাল থেকে আবার তল্লাশি শুরু করা হবে বলে নেপাল সেনা জানিয়েছে। তারা আরও জানান, একটি জায়গায় কিছু একটা জ্বলছে বলে স্থানীয়রা খবর দিয়েছেন। সেখানে গিয়ে দেখতে হবে সেটি বিমানের ধ্বংসাবশেষ কিনা।