শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


পাকিস্তানের একটি মলে বিধ্বংসী আগুন লেগেছে। রবিবার মলের রেস্তরাঁয় আগুন ছড়িয়ে পড়ছে বহুতলের আবাসিকদের ফ্লোরেও। কালো ধোঁয়ার মধ্যে থেকে বহুতল থেকে আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে। ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে ইসলামাবাদের ‘দ্য সেঞ্চুরাস’ নামে একটি বহুতলে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ‘দ্য সেঞ্চুরাস’-র একাধিক আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। উদ্ধারকার্য চলছে যুদ্ধকালীন তৎপরতায়।
২৬ তলা ওই বহুতলের উচ্চতা ৩৬১ ফুট। ইসলামাবাদের উঁচু বহুতলগুলির মধ্যে অন্যতম ‘দ্য সেঞ্চুরাস’। একটি। মোট তিনটি টাওয়ারে রয়েছে। ওই টাওয়ারের মধ্যে শপিং মল, হোটেল, অফিস ও আবাসন আছে। যে টাওয়ারে আগুন লেগেছে তার এক তলা থেকে চার তলা পর্যন্ত শপিং মল রয়েছে।
আরও পড়ুন:

শম্ভু, শম্ভু, শিব মহাদেব শম্ভু, খুদার ইবাদত যাঁর গলায় তাঁর আর কাকে ভয়?

গৃহিণীদের মধ্যে বইয়ের নেশা বাড়াতে কাঁধে ঝোলা নিয়ে ঘুরে বেড়ান রাধা, ‘চলমান পাঠাগার’ তাঁর পরিচয়!

পাঁচ তলা থেকে আবাসিকদের থাকার বন্দোবস্ত। শপিং মলের তৃতীয় তলের এক রেস্তরাঁয় আগুন লেগেছে। সেই দ্রুত ছড়িয়ে পড়েছে মলের অন্য তলের পাশাপাশি আবাসিকদের এলাকায়। পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, দমকলে ঠিক সময় না পৌঁছনয় আগুন একাধিক জায়গায় ছড়িয়ে পড়েছে। একতলা থেকে তিনতলার রেস্তরাঁ পর্যন্ত ছড়িয়ে পড়েছে। দমকল বাহিনী উদ্ধারকার্য চালাচ্ছে।

আগুন লাগার ভিডিও নেটমাধ্যমে পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, আতঙ্কিত ক্রেতারা প্রাণে বাঁচতে মল থেকে দ্রুত বেরনোর চেষ্টা করছেন। এসক্যালেটরগুলি ভিড়ে ঠাসা। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। বরং আরও ছড়িয়ে পড়ছে।


Skip to content