রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


কাবুলে ফের আত্মঘাতী বিস্ফোরণ। শুক্রবার কাবুলের শিক্ষা প্রতিষ্ঠানে ভয়ংকর বিস্ফোরণে অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহতের সংখ্যা বহু। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়বে। শুক্রবার কাবুলের স্থানীয় সময় সকাল সাড়ে ৭টা নাগাদ এই আত্মঘাতী বিস্ফোরণ হয়।
আরও পড়ুন:

শম্ভু, শম্ভু, শিব মহাদেব শম্ভু, খুদার ইবাদত যাঁর গলায় তাঁর আর কাকে ভয়?

আরও বাড়ল ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, হাজারের গণ্ডি ছাড়িয়ে গেল শুধু উত্তর ২৪ পরগনাতেই

দেশের পশ্চিম প্রান্তে কাজ এডুকেশন সেন্টার ভয়ংকর শব্দে কেঁপে ওঠে। ওই শিক্ষা প্রতিষ্ঠানে তখন একটি পরীক্ষা চলছিল। বহু ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার জন্য ওই পরীক্ষা দিচ্ছিলেন। এখনও পর্যন্ত এই আত্মঘাতী বিস্ফোরণের দায় স্বীকার করা হয়নি কোনও সংগঠন। তালিবানের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ঘটনাস্থলে নিরাপত্তারক্ষীরা পৌঁছেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।


Skip to content