বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

শ্রীলঙ্কার পরিস্থিতি অগ্নিগর্ভ। বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতব্যা রাজাপক্ষে এবং সদ্য প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়া মাহিন্দা রাজাপক্ষের পৈতৃক বাড়িতে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার সন্ধ্যে নাগাদ কলম্বো থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে রাজপক্ষেদের বাড়ি এবং তাঁদের বাবা ও মায়ের স্মরণে তৈরি সৌধতে অগ্নিসংযোগ ঘটানো হয় বলে। এদিকে, রাজাপক্ষের পদত্যাগের কয়েক ঘণ্টার পরই গণরোষে মৃত্যু হয় অমরকীর্তি আতুকোহালা নামে শাসক দলের এক এমপি-র। জনতার বিক্ষোভে অমরকীর্তির গাড়ি আটকে গেলে তাঁকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়। পরে তাঁর দেহ উদ্ধার করা হয়। এখানেই শেষ নয়, জনসন ফার্নান্ডো নামে এক প্রাক্তন মন্ত্রী এবং দেশের আইনসভায় শাসক দলের সদস্য সনৎ নিশান্তের বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয় বলে খবর। সব মিলিয়ে শ্রীলঙ্কার পরিস্থিতি খুবই উদ্বেগজনক বলে মনে করছেন আন্তর্জাতিক বিষয়ে বিশেষজ্ঞরা।

Skip to content