বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


দেশ ছেড়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘে। যদিও বিক্রমসিঙ্ঘেও বিক্ষোভকারীদের হুমকির তালিকায় উপরের দিকে রয়েছেন।
এদিকে, পার্লামেন্টের স্পিকার য়ুপা অবেবর্ধনে আগামী ২০ জুলাই শ্রীলঙ্কায় নতুন প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা ঘোষণা করেছেন বুধবার। অবেবর্ধনে জানান, ‘সংবিধানের ৩৭(১) ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী বিক্রমসিঙ্ঘেকে কার্যনির্বাহী প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ২০ জুলাই নতুন প্রেসিডেন্ট নির্বাচন হবে। উল্লেখ্য, ভারতের মতো শুধু সাংসদ এবং বিধায়কেরা নন, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে দেশের সাধারণ নাগরিকরা ভোট দেন।
শ্রীলঙ্কায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বুধবার জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশের একাধিক জায়গায় নানা বিধিনিষেধ জারি করেছে প্রশাসন। শ্রীলঙ্কার সংবাদমাধ্যমের দাবি, শ্রীলঙ্কা ছেড়ে মলদ্বীপে আশ্রয় নিয়েছেন গোতাবায়া। মলদ্বীপঅবশ্য এ বিষয়ে সরকারি ভাবে কোনও তথ্য প্রকাশ করেনি।

Skip to content