বেন বার্নানকে, ডগলাস ডায়মন্ড এবং ফিলিপ ডিবভিগ।
২০২২ সালের অর্থনীতিতে নোবেল পেলেন তিন অর্থনীতিবিদ— বেন বার্নানকে, ডগলাস ডায়মন্ড এবং ফিলিপ ডিবভিগ। সোমবার সুইডেনের নোবেল কমিটি আমেরিকার এই তিন অর্থনীতিবিদের নাম ঘোষণা করেছে। আর্থিক বৃদ্ধি ও বিপর্যয়ে ব্যাঙ্কের ভূমিকা, দেশের আর্থিক পরিস্থিতিতে তাদের পেশাদারি দক্ষতা এবং কার্যকলাপের গভীরতা এবং কী ভাবে স্থান ও কালের গণ্ডি ছাড়িয়ে তা প্রভাব ফেলে— এ সবের উত্তর খোঁজার পুরস্কার পেলেন এই তিন অর্থনীতিবিদ।
উল্লেখ্য, ২০২১ সালেও আমেরিকার তিন অর্থনীতিবিদ— ডেভিড কার্ড, জোশুয়া ডি অ্যাংরিস্ট এবং গুইডো ডব্লিউ ইমবেনস অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তাঁরা আর্থিক সঙ্কট মোকাবিলার ব্যাঙ্কের ভূমিকা তুলে ধরেছিলেন।
সোমবার রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস তিন অর্থনীতিবিদের নাম ঘোষণা বলেছে, ‘‘অর্থনীতিতে ব্যাঙ্কের ভূমিকা এবং আর্থিক সঙ্কটের সময় বাজার নিয়ন্ত্রেণে তাদের কার্যকলাপ অনুধাবনে অর্থনীতিবিদ বেন বার্নানকে, ডগলাস ডায়মন্ড এবং ফিলিপ ডিবভিগ উল্লেখযোগ্য কাজ করেছেন।’’
সোমবার রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস তিন অর্থনীতিবিদের নাম ঘোষণা বলেছে, ‘‘অর্থনীতিতে ব্যাঙ্কের ভূমিকা এবং আর্থিক সঙ্কটের সময় বাজার নিয়ন্ত্রেণে তাদের কার্যকলাপ অনুধাবনে অর্থনীতিবিদ বেন বার্নানকে, ডগলাস ডায়মন্ড এবং ফিলিপ ডিবভিগ উল্লেখযোগ্য কাজ করেছেন।’’
আরও পড়ুন:
বেলারুশের জেলবন্দি মানবাধিকার কর্মীর সঙ্গে নোবেল শান্তি পুরস্কার পেলে ইউক্রেন ও রাশিয়ার দুই যুদ্ধবিরোধী সংগঠন
লক্ষ্মীপুজোর দিনই বধূকে পুড়িয়ে মারার অভিযোগে আটক শ্বশুর-শাশুড়ি
বেন বার্নানকে ওয়াশিংটন ডিসির ‘ব্রুকিংস ইনস্টিটিউশন’-এর একজন গবেষক। ডগলাস ডায়মন্ড শিকাগো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। আর ফিলিপ ডিবভিগ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত। আগামী ১০ ডিসেম্বর তিন অর্থনীতিবিদের মধ্যে মোট পুরস্কার মূল্য এক কোটি সুইডিশ ক্রোনর বা ভারতীয় মুদ্রায় সাড়ে ৭ কোটি টাকা সমান ভাবে ভাগাভাগি হবে করে দেওয়া হবে।