শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


সুইডিশ বিজ্ঞানী এসভান্তে পাবো

নোবেল পেলেন এসভান্তে পাবো। ২০২২ সালে এসভান্তে মেডিসিন বা ফিজিওলজিতে বিভাগে এই পুরস্কার পেলেন। সুইডেনের কারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি সোমবার এই বিভাগে তাঁর নাম ঘোষণা করেছে। এসভান্তে পাবো বিলুপ্ত হোমিনিনসের জিনোম এবং মানবজাতির বিবর্তন নিয়ে গবেষণার জন্য এই পুরস্কার পাচ্ছেন। ভারতীয় মুদ্রায় এই পুরস্কার মূল্য প্রায় সাত কোটি ৩৬ লক্ষ ৫৩ হাজার ৭০৫ টাকা।
সুইডেনের নাগরিক এসভান্তে মানব প্রজাতির বিলুপ্ত পূর্বসূরি নিয়ানডারথালের জিনোম পরীক্ষা করেন। তিনি মানব প্রজাতির পূর্বসূরি হোমিনিন নিয়েও গবেষণা করেছেন। সুইডিশ বিজ্ঞানী এসভান্তের গবেষণায় গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। তাঁর গবেষণায় দেখা গিয়েছে, বিলুপ্ত প্রজাতি থেকে জিন ট্রান্সফার হয়ে এখানকার মানব প্রজাতির শরীরে উপস্থিত! এসভান্তের মতে, কী ভাবে এমনটা হয়েছে, এর প্রভাব কী, আজকের দিনে দাঁড়িয়ে এর গুরুত্ব অপরিসীম। শুধু তাই নয়, সংক্রমণের ক্ষেত্রে মানব শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা কী ভূমিকা নেয়, তাও বোঝা গিয়েছে তাঁর গবেষণায়।
আরও পড়ুন:

মেয়েরা যৌবন ধরে রাখতে ডায়েটে রাখুন এই পাঁচটি খাবার

শিশু হ্যান্ড, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ-এ ভুগছে? কষ্টকর হলেও ভয়ের কিছু নেই, হোমিওপ্যাথিতে রয়েছে সমাধান

এ বার নোবেলে এমআরএনএ নিয়ে গবেষণাও বিচার্য বিষয় ছিল। কারণ, এমআরএনএ প্রযুক্তি করোনা ভাইরাস টিকা তৈরিতে ব্যবহার করা হয়েছে। ফলস্বরূপ বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের প্রাণ বেঁচেছে। যদিও সুইডিশ বিজ্ঞানী এসভান্তে পাবোই এই নোবেল পুরস্কার পেলেন। চলতি বছরের আগামী ১০ ডিসেম্বর এই পুরস্কার তুলে দেওয়া হবে তাঁর হাতে।

Skip to content