বৃহস্পতিবার ৭ নভেম্বর, ২০২৪


অবশেষে হদিশ মিলল নেপালের সেই নিখোঁজ বিমানের। সোমবার সকাল থেকে জোরদার তল্লাশি অভিযানের পর দুর্ঘটনাগ্রস্ত বেসরকারি সংস্থার সেই বিমানটির খোঁজ পাওয়া গিয়েছে বলে জানিয়েছে নেপাল সেনাবাহিনী। টুইন-ইঞ্জিনের এই বিমানটি রবিবার নেপালে ২২ যাত্রী-সহ মাঝ আকাশে নিখোঁজ হয়ে যায়। ২২ যাত্রী জনের মধ্যে ছিলেন চার ভারতীয়। এছাড়াও তিন বিমানকর্মী এবং কয়েকজন স্থানীয় যাত্রীরা ছিলেন। বিমানটি রবিবার সকাল ৯টা ৫৫ মিনিটে নেপালের পোখরা থেকে জোমসোম যাচ্ছিল। উড়ানের কিছুক্ষণ পরই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রেডারের বাইরে চলে যায় বিমানটি। আশঙ্কা করা হচ্ছে, বিমানটি হয়তো কথাও ভেঙে পড়ছে পারে বলে। নিখোঁজ বিমানটিকে খুঁজতে পাঠানো হয়েছে একটি সেনা হেলিকপ্টার। রবিবার আবহাওয়ার অবনতি ও অতিরিক্ত তুষারপাতের জন্য বিমানের খোঁজ মাঝপথেই বন্ধ করতে হয়েছিল। সংবাদ সংস্থা এএনআই নেপাল সেনা সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, নেপালের মুস্তাঙ্গের থাসাং টু-এর সানসোয়ার এলাকাতে ভেঙে পড়া বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে। শুরুও হয়েছে উদ্ধার কাজ।


Skip to content