বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৪


ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে

১৮২৯ সালে গড়ে ওঠা স্কটল্যান্ড ইয়ার্ড ওরফে মেট্রোপলিটন পুলিশ সার্ভিসের শীর্ষকর্তা ডেম ক্রেসিডা ডিক গতকাল ইস্তফা দিয়েছেন। তাঁর জায়গায় আসতে পারে বঙ্গসন্তান নীল বসু। ডেমের নেতৃত্বাধীন পুলিশ বাহিনী গত কয়েক বছরে লিঙ্গবৈষম্য, বর্ণবৈষম্য, সমকামীদের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করেছে, এমনই অভিযোগ উঠেছে ওঁর বিরুদ্ধে। সম্প্রতি চারিং ক্রস পুলিশ স্টেশনে ১৪ জন পুলিশকর্মীর বিরুদ্ধে যৌন হেনস্থা, বর্ণবৈষম্যমূলক আচরণ করার অভিযোগ ওঠে। লন্ডনের মেয়র সাদিক খান কমিশনার ক্রেডিসের কাছে এই সমস্যা সমাধানের জন্য প্রশ্ন তোলেন। কমিশনারের জবাবে সন্তুষ্ট হয়নি সাদিক। তিনি তার উপর আর ভরসা রাখতে পারছেন না। এমন অবস্থায় বিভিন্ন মহলে শোনা যাচ্ছে পরবর্তী কমিশনার নীল বসুর নাম।
নীল বসুর বাবা পেশায় একজন চিকিৎসক। ওঁর মা ওয়েলসের নাগরিক। নীলবাবুর পুরো নাম অনিলকান্তি নীল বসু। নীলের তিনটি পুত্রসন্তান আছে। তাঁর স্ত্রী নীনা কোপ ‘ব্রিটেনের এফবিআই’ বলে পরিচিত ন্যাশনাল ক্রাইম এজেন্সির উচ্চপদস্থ একজন কর্তা। নীল বসু স্ট্যাফোর্ডের ওয়ালটন হাইস্কুল থেকে পাশ করে নটিংহ্যাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন। ১৯৯২ সালে লন্ডনের মেট্রোপলিটন পুলিশ বাহিনীতে যোগদান করেন। ২০১৪ সালে অপরাধ দমন শাখার কমান্ডার হিসেবে নিযুক্ত হন। তিন বছরের মধ্যে ডেপুটি অ্যাসিস্টেন্ট কমিশনার। উল্লেখ্য, নতুন কমিশনারের জায়গা পূরণে উদ্যোগী হয়েছেন ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি পটেল। তবে সাদিকের সঙ্গে আলোচনার পরই সিদ্ধান্ত জানানো হবে।

Skip to content