মার্ক জাকারবার্গ। ছবি: সংগৃহীত।
ফেসবুকের মূল সংস্থা মেটা ফের ছাঁটাই করতে চলেছে কর্মীদের একটি বড় অংশকে। বুধবার থেকেই এই ছাঁটাই প্রক্রিয়া শুরু হচ্ছে। মেটা সূত্রে খবর, প্রতিষ্ঠাতা মার্ক জাকারবাগের ইচ্ছা ছিল, তাঁর সংস্থাতে আরও ভালো এবং কর্মক্ষম কর্মীগোষ্ঠী তৈরি করতে। সেই জন্যই তিনি আবার এই পদ্ধতিতে হাঁটছেন। যার প্রভাব পড়তে চলেছে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের কর্মীদের উপর। কারণ এই তিন সংস্থাই এখন মেটার অধীন।
গত নভেম্বরেই এক দফা কর্মীদের ছাঁটাই করেছিল মেটা। সিলিকন ভ্যালিতে সেই সময় বহু সংস্থাই মন্দা পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে খরচ কমাতে কর্মী ছাঁটাই করেছিল। মেটাও তাদের কর্মীদের ১৩ শতাংশ বাদ দিয়েছিল। যার জেরে মাস ছ’য়েক আগেই ১১ হাজার কর্মীর চাকরি গিয়েছিল মেটায়। দ্বিতীয় দফায় মেটায় চাকরি যেতে চলেছে আরও অন্তত ১০ হাজার কর্মীর!
আরও পড়ুন:
এখনই দাবদাহ থেকে মুক্তি নেই! দক্ষিণবঙ্গ পুড়বে তীব্র তাপপ্রবাহে, পাঁচ জেলায় জারি বাড়তি সতর্কতা
সকালে উঠে এক কাপ চায়ে চুমুক না দিলে সকালটাই শুরু হয় না? এর ফলে শরীরের কী ক্ষতি হচ্ছে
আন্তর্জাতিক অর্থনৈতিক পত্রিকা ব্লুমবার্গ নিউজ জানিয়েছে, বুধবারই একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করবে মেটা। সেই বিবৃতি তারা স্বচক্ষে দেখেছে বলেও দাবি করেছে এই পত্রিকাটি। মেটার প্রতিষ্ঠাতা জাকারবার্গ অবশ্য গত মার্চেই খরচ কমানোর স্বার্থে আরও এক দফা কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত দিয়েছিলেন।
আরও পড়ুন:
রাজ্যে চার বছরের স্নাতক পাঠক্রম ২০২৪-এর শিক্ষাবর্ষ থেকেই, প্রস্তুতি শুরু শিক্ষা দফতরের
কলকাতায় ১৩ মে সলমনের শো, ভাইজান ছাড়া আর কারা থাকছেন? টিকিটের মূল্য কত?
ব্লুমবার্গ জানিয়েছে, শুধু মার্চেই নয়, এপ্রিলের পর মে মাসেও আবার আরও এক দফা কর্মী ছাঁটাই করতে পারে মেটা। মেটায় ছাঁটাইয়ের বিবৃতি ইতিমধ্যেই ম্যানেজারদের হাতে পৌঁছেছে। তাতে বলা হয়েছে, কর্মীদের আলাদা আলাদা কাজের দায়িত্বপ্রাপ্ত যে দল রয়েছে, সেগুলিকে নতুন করে আবার ঢেলে সাজান হবে। ছাঁটাইয়ের পরে যে সকল কর্মী থাকবেন এই সংস্থাতে তাঁদের নতুন ম্যানেজারের অধীনে কাজ করতে হবে। ব্লুমবার্গ এও জানান, মেটা তাদের উত্তর আমেরিকাবাসী কর্মীদের বুধবার বাড়ি থেকে কাজ করার কথা। কারণ যাতে চাকরি যাওয়ার খবর পেয়ে তারা নিজেদের সামলে নিতে পারেন।