রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


সেই ভয়ঙ্কর দৃশ্য

একেই বলে ভাগ্য। একটুর জন্য প্রাণে বাঁচল এক পরিবারের চার জন। এক ব্যক্তি তিন সন্তানকে নিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। পিছনে তাঁর স্ত্রী মিশেল মে ওয়ালহেমও তাঁকে অনুসরণ করে অন্য একটি গাড়ি চালাচ্ছিলেন। বাইরে তখন তুমুল বৃষ্টি পড়ছে। ঘন ঘন বিদ্যুতের ঝলকানি। সেই বিদ্যুতের ছবি তোলার চেষ্টা করছিলেন মিশেল মে ওয়ালহেম।
ঠিক এমন সময়ই সেই ভয়ঙ্কর ঘটনাটি ঘটল। প্রথমে তীব্র মেঘের গর্জন। তারপরই আকাশ জুড়ে আলোর রেখা। পরে তিনি বুঝতে পরেন সেই আলোর ঝলকানি আসলে বজ্রবিদ্যুৎ। আর সেটিই পড়েছে তাঁর ঠিক সামনে থাকা স্বামীর গাড়ির ওপর। গোটা দৃশ্যটি ক্যামেরাবন্দি করেছেন মিশেল। এই রোমহর্ষক ঘটনাটি ঘটেছে আমেরিকার ফ্লোরিডারে। এই ঘটনায় ওই গাড়ির আরোহীদের কোনও ক্ষতি হয়নি। তবে গাড়ির পিছনের অংশটি পুড়ে গিয়েছে।
মিশেল মে ওয়ালহেম ফক্স ১৩ নিউজ-কে জানিয়েছেন, আমরা যখন রাস্তায় বেরোই তখন বাইরে খুব ঝড় হচ্ছিল। আকাশে বেশ বিদ্যুৎও চমকাচ্ছিল। আমি সেই বিদ্যুতের ঝলকানির ছবি তোলার চেষ্টা করছিলাম। তখনই আমার সামনে থাকা স্বামীর গাড়ির একেবারে উপরেই বাজটি পড়ল। তবে সবাই অক্ষত রয়েছেন। যদিও গাড়ির ক্ষতি হয়েছে।

Skip to content