মেটা ও টুইটারের মতো প্রযুক্তি সংস্থাগুলি থেকে চাকরি হারানো কর্মীদের জন্য বিশেষ উদ্যোগ নিল জাগুয়ার ল্যান্ড রোভার (জেএলআর)। সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী, মেটা এবং টুইটারে থেকে ছাঁটাই হওয়া কর্মীরা নিল জাগুয়ার ল্যান্ড রোভার-এর ডিজিটাল এবং ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য আবেদন করতে পারেন।
এ নিয়ে জেএলআর একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘সাড়া বিশ্ব প্রযুক্তি সংস্থাগুলি থেকে গণছাঁটাইয়ের পর একটি নয়া পোর্টাল চালু করেছে জেএলআর। চাররির জন্য ওই পোর্টালে ছাঁটাই হওয়া কর্মীরা আবেদন করতে পারেন। কর্মীদের জন্য অনলাইন এবং অফলাইনে দু’ ভাবেই কাজেরই সুযোগ থাকবে।’’
আরও পড়ুন:
প্যান কার্ড হারিয়ে ফেলেছেন? চিন্তা নেই, মুহূর্তে অনলাইনেই পেতে পারেন হারানো কার্ড, জানুন পদ্ধতি
ডায়াবেটিস থাকবে দূরে, জেনে নিন কোন ফল কতটা পরিমাণে খাবেন, আর কোনটা খেতে হবে সাবধানে, দেখুন ভিডিয়ো
উল্লেখ্য, জাগুয়ার ল্যান্ড রোভার (জেএলআর)-এ ভারতের টাটা মোটরসেরই সব থেকে বেশি শেয়ার রয়েছে। সংস্থাটি বিশ্বের বিভিন্ন প্রান্তে মোট ৮০০টি পদে কর্মী নিয়োগ করবে। চাকরি হারানো কর্মীরা অটোনোমাস ড্রাইভিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্লাউড সফ্টওয়্যার, ইলেকট্রিফিকেশন, ডেটা সায়েন্স, মেশিন লার্নিংয়ের মতো ক্ষেত্রে আবেদন জানাতে পারবেন। নিয়োগ চলবে জেএলআর-এর আয়ারল্যান্ড, ব্রিটেন, চিন, হাঙ্গেরি, আমেরিকা এবং ভারতের অফিসে।
আরও পড়ুন:
উত্তম কথাচিত্র, পর্ব-১২: সে এক ‘বউঠাকুরাণীর হাট’ [১০/০৭/১৯৫৩]
বাইরে দূরে: অমরনাথের পথে, পর্ব-৩: চন্দনবাড়ি থেকে শুরু হল যাত্রা
জাগুয়ার ল্যান্ড রোভার (জেএলআর)-এর চিফ ইনফরমেশন অফিসার অ্যান্টনি ব্যাটল সংস্থার এই উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেছেন। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, “সংস্থার ডিজিটাল রূপান্তর পথ খুব ভালো ভাবে এগিয়ে চলছে। তবে আরও উন্নতির জন্য আরও দক্ষ কর্মীর প্রয়োজন। এ ক্ষেত্রে প্রতিভাবান ব্যক্তিদের সুযোগ দিতে পেরে সংস্থা উপকৃত হবে।’’