মঙ্গলবার ৪ মার্চ, ২০২৫


ছবি প্রতীকী

ব্যাটারি খেয়ে আত্মহত্যার চেষ্টা! অপারেশন করতে গিয়ে অবাক চিকিৎসকরা। ৬৬ বছর বয়সি এক মহিলার অস্ত্রোপচার করে পেট আর অন্ত্র থেকে ‘ডবল-এ’ এবং ‘ট্রিপল-এ’ আকারের মোট ৫৫টি ব্যাটারি বের করেছেন চিকিৎসকরা। ঘটনাটি ঘটেছে আয়ারল্যান্ডের ডাবলিনে।
জানা গিয়েছে, বিষণ্ণতার জেরে নিজের ক্ষতি করার জন্য ইচ্ছেকৃতভাবে ব্যাটারিগুলি খেয়েছিলেন। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তিনি মোট কতগুলি ব্যাটারি খেয়েছিলেন তার কোনও হিসেব দিতে পারেননি। চিকিৎসকরা জানিয়েছেন, মহিলা একেক সময় একেক সংখ্যা বলছিলেন। চিকিৎসকদের বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন বলেও মনে করছেন চিকিৎসকরা। ওই মহিলা ভর্তি হয়েছিলেন ডাবলিনের সেন্ট ভিনসেন্ট ইউনিভার্সিটি হাসপাতালে।
বৃহস্পতিবার আয়রিশ মেডিক্যাল জার্নালে এই ঘটনার রিপোর্ট প্রকাশিত হয়। রিপোর্টে বলা হয়, মহিলার এক্স-রে করে জানা যায়, তাঁর পেটে অনেকগুলি ব্যাটারি রয়েছে। এক্স-রে প্লেটের ছবিতে দেখা যায় ব্যাটারিগুলি গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ট্র্যাক্টে আটকে রয়েছে। তবে কোনও ব্যাটারি ক্ষতিগ্রস্ত হয়নি। চিকিৎসকরা প্রাথমিক ভাবে মনে করেছিলেন যে মলত্যাগের সাহায্যে ব্যাটারিগুলি বেরিয়ে আসবে। তবে হাসপাতালে ভর্তি হওয়ার এক সপ্তাহ পরে তাঁর মল দিয়ে মাত্র পাঁচটি ব্যাটারি বের হয়। এর পর চিকিৎসকেরা তাঁর ল্যাপারোটমি করেছিলেন, যেখানে সার্জনরা তাঁর পেটের গহ্বরে প্রবেশের জন্য একটি ছেদ তৈরি করেছিলেন। তারা দেখতে পান যে ব্যাটারির ওজনের কারণে পেট নিচের দিকে টেনে নিয়ে পিউবিক হাড়ের উপরের অংশে প্রসারিত হয়ে গিয়েছে।
আরও পড়ুন:

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস, ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

ডিএ মামলায় রাজ্যে পুনর্বিবেচনার আর্জি খারিজ হাই কোর্টে, আগের রায়ই বহাল রইল, সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য

এই পরিস্থিতিতে অস্ত্রোপচার করতে বাধ্য হন চিকিৎসকরা। পেটে একটি ছোট গর্ত কেটে অঙ্গ থেকে ব্যাটারিগুলি বার করে এনেছেন। সফল অস্ত্রোপচারে মহিলা এ যাত্রায় প্রাণে রক্ষা পেয়েছেন। আশ্চর্যজনক ভাবে এত দিন মহিলার পেটে ব্যাটারি আটকে থাকলেও তাঁর অভ্যন্তরীণ অঙ্গের তেমন কোনও ক্ষতি হয়নি।
চিকিৎসকরা জানিয়েছেন, সাধারণত শিশুদের মধ্যে এ জাতীয় প্রবণতা দেখা যায়। খেলার ছলে তারা অনেক সময়ই না বুঝে এধরণের জিনিস গিলে ফেলে। যার ফল মারাত্মক আকার ধারণ করে। কিন্তু এই মহিলা লম্বা পেনসিল ব্যাটারি খেয়ে ফেলেছিলেন। তাও একটা-দুটো নয়, মহিলার পেটে ছিল মোট ৫৫টি ব্যাটারি! যা থেকে বিপদের আশঙ্কা ছিল অনেক বেশি।
ব্যাটারি থেকে বিপদের কারণ হল, দেহরসে আটকে থাকা ব্যাটারিতে একটি বৈদ্যুতিক প্রবাহ শুরু হতে পারে, যা একটি রাসায়নিক বিক্রিয়াকে উত্সাহিত করে খাদ্যনালীকে পুড়িয়ে ফেলতে পারে। এছাড়াও গুরুতর টিস্যুর ক্ষতি এবং রক্তপাতও হতে পারে। শুধু চিকিৎসকদের সফল অস্ত্রোপচারের জন্যই মহিলা এ যাত্রায় প্রাণে বেঁচে গিয়েছেন।

Skip to content