ছবি: প্রতীকী। সংগৃহীত।
ভারতীয় চিকিৎসকদের জন্য ভালো খবর! এ বার থেকে চিকিৎসকরা দেশের পাশাপাশি বিদেশে গিয়েও রোগীদের চিকিৎসা করার সুযোগ পারবেন। ভারতের এমবিবিএস ডিগ্রি আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউ জিল্যান্ডেও এ বার থেকে কার্যকর হবে। ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিক্যাল এডুকেশন (ডব্লিউএফএমই) ভারতের ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি)-কে এ বিষয়ে ১০ বছরের জন্য ছাড়পত্র দিয়েছে। এ প্রসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক এক প্রেস বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি)-কে ছাড়পত্র দেওয়ার কথা জানানো হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রক সূত্রে খবর, ন্যাশনাল মেডিক্যাল কমিশন (এনএমসি)-কে ছাড়পত্র দেওয়া এ বার থেকে দেশের চিকিৎসকরা বিদেশেও চিকিৎসা করতে পারবেন। সেই সঙ্গে উচ্চশিক্ষার প্রয়োজনে প্রশিক্ষণ নেওয়ার জন্যও আর কোনও বাধা থাকল না। স্বাস্থ্য মন্ত্রক এও জানিয়েছে, ডব্লিউএফএমই-র এই ছাড়পত্র পেয়েছে দেশের মোট ৭০৬টি মেডিক্যাল কলেজ। ভবিষ্যতে নতুন মেডিক্যাল কলেজ তৈরি হলে সেগুলিও ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিক্যাল এডুকেশন (ডব্লিউএফএমই)-এর ছাড়পত্র পেয়ে যাবে। এর ফলে দেশের চিকিৎসকরা যেমন বিদেশে গিয়ে চিকিৎসা করতে পারবেন, তেমনই বিদেশ থেকে এসেও এখানে ডাক্তারি পড়া যাবে। এখান থেকে প্রাপ্ত ডাক্তারি ডিগ্রি নিয়ে তাঁরা দেশে ফিরে চিকিৎসাও করতে পারবেন।
আরও পড়ুন:
হেলদি ডায়েট: আদার এই ৮ গুণাগুণ জানতেন?
ভিতর বাহিরে অন্তরে অন্তরে: বাচ্চা খেতে খেতে টিভি দেখে কিংবা ফোন ঘাঁটে?
মন্ত্রকের বক্তব্যএই ছাড়পত্রে দেশের ডাক্তারদের তো সুবিধা হবেই, পাশাপাশি দেশের চিকিৎসা শিক্ষার মানও উন্নত হবে। দেশের মেডিক্যাল কলেজগুলির আন্তর্জাতিক পরিচিত পাওয়া সম্ভব হবে, যা দেশের চিকিৎসাবিজ্ঞানের জন্য লাভজনক হবে বলে মনে করছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।
আরও পড়ুন:
পরিযায়ী মন, পর্ব-৬: বৈতরণীর পারে…
আলোকের ঝর্ণাধারায়, পর্ব-১২: জয়রামবাটিতে প্রত্যাবর্তন
ডব্লিউএফএমই-র ছাড়পত্র পেতে হলে ডাক্তারি শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশিক্ষণ কেন্দ্রগুলিকে আন্তর্জাতিক মানের হতে হয়। তা না হলে এই ছাড়পত্র দেওয়া হয় না। ভারতের চিকিৎসাবিজ্ঞান সেই স্তরে পৌঁছেছে বলেই জানানো হয়েছে। এনএমসি-র মিডিয়া ডিভিশনের প্রধান চিকিৎসক যোগেন্দ্র মালিকের কথায়, “আমাদের দেশের ডাক্তারি শিক্ষার মান এখন আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে গিয়েছে। তাই এখানকার ডাক্তারি পড়ুয়ারা এখন বিদেশে গিয়েও উচ্চশিক্ষার সঙ্গে চিকিৎসা করারও সুযোগ পারবেন।”