মঙ্গলবার ২৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

মঙ্গলবার ৮০০ কোটি ছুঁয়ে ফেলল বিশ্বের জনসংখ্যা। এতে সব থেকে বড় ভূমিকা কোনও দেশের? ভারতের। রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে, ভারতের জনসংখ্যা যে হারে বাড়ছে, এক বছরের মধ্যে তারা চিনকে অনায়াসে ছাপিয়ে যাবে। অচিরেই ভারত বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ হয়ে উঠবে!
রাষ্ট্রপুঞ্জের জনসংখ্যা বিষয়ক দফতর ইউএনএফপি জানিয়েছে, ২০৩৭ সালের মধ্যে বিশ্বের জনসংখ্যা ১০০ কোটি বেড়ে যাবে। এতে এশিয়া ও আফ্রিকার অবদান সব থেকে বেশি থাকলেও চিনের ভূমিকা কিন্তু ঋণাত্মক! ইউরোপেরও খেত্রেও তাই। ইউএনএফপিএ-এর তথ্য বলছে, ভারত জনসংখ্যায় মাত্র এক বছরের মধ্যে চিনকে ছাপিয়ে যাবে।
রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে এও জানা গিয়েছে, মাত্র ১২ বছর সময় লেগেছে বিশ্বের জনসংখ্যা ৭০০ কোটি থেকে ৮০০ কোটিতে পৌঁছতে। তবে ৮০০ থেকে ৯০০ কোটিতে পৌঁছতে সাড়ে ১৪ বছর সময় লাগবে। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, সাড়া বিশ্বেই কমেছে জন্মহার। বিশ্বের জনসংখ্যা সর্বোচ্চ হবে ২০৮০ সালের কাছাকাছি। তখন সারা বিশ্বের জনসংখ্যা দাঁড়াবে প্রায় এক হাজার কোটি।
আরও পড়ুন:

টুইটার, ফেসবুকের পর আরও এক বহুজাতিক সংস্থা গণছাঁটাইয়ের পথে, উদ্বেগে কর্মীরা

চোখে-মুখে অকালেই বার্ধক্যের ছাপ? আপনার ঘুমনোর ভুল পদ্ধতিও তার কারণ হতে পারে

৭০০ কোটি থেকে ৮০০ কোটি জনসংখ্যায় পৌঁছনোর বিষয়টি পর্যালোচনা করে দেখা গিয়েছে, মূলত নিম্ন আয় এবং নিম্ন-মধ্য আয়ের দেশে বেশি জনসংখ্যা বেড়েছে। আবার ৮০০ থেকে ৯০০ কোটিতে পৌঁছনোর ক্ষেত্রে প্রায় ৯০ শতাংশ অবদানই থাকবে এই দেশগুলির।
আরও পড়ুন:

আরও দু’জনের মৃত্যু, নভেম্বর জুড়ে ভোগাতে পারে ডেঙ্গি

উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে স্থগিতাদেশের নির্দেশ! এসএসসি কোনও সুপারিশপত্রও দিতে পারবে না, জানিয়ে দিল হাই কোর্ট

‘দ্য ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্টস ২০২২’ প্রকাশিত হয়েছিল চলতি বছরের জুলাই মাসে। ‘দ্য ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্টস ২০২২’-এর রিপোর্ট অনুযায়ী ২০২২-এ ভারত ও চিনের জনসংখ্যা যথাক্রমে ১৪১.২ কোটি এবং ১৪২.৬ কোটি। ভারতের জনসংখ্যা ২০৫০-এর মধ্যে বেড়ে হবে প্রায় ১৬৬.৮ কোটি। আশ্চর্যের বিষয়, এই একই সময়ে অর্থাৎ ২০৫০ সালে চিনের জনসংখ্যা কমে দাঁড়াবে ১৩১.৭ কোটিতে!

Skip to content