শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ভারত থেকে রওনা দিল জাতীয় বিপর্যয় মোকাবিলাকারী দলের প্রথম ব্যাচ। এই ব্যাচটির সঙ্গে রয়েছে ত্রাণসামগ্রী, ওষুধপত্র এবং মেডিক্যাল যন্ত্রপাতি। সঙ্গে বিশেষ ভাবে প্রশিক্ষিত ডগ স্কোয়াডও রয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়েছেন, ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে মঙ্গলবার উদ্ধারকারী দল রওনা দেওয়ার কথা।
সোমবার তুরস্ক এবং সিরিয়াতে ৩টি প্রবল ভূমিকম্প হয়। এর এখনও পর্যন্ত ৪ হাজারেও বেশি বাসিন্দার প্রাণহানি হয়েছে। অসংখ্য ঘরবাড়ি ভেঙে পড়েছে। বহু মানুষ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছেন। আহতের সংখ্যা প্রায় ১৫,০০০। প্রশাসনের আশঙ্কা হতাহতের সংখ্যা এর বহু গুণ বাড়তে পারে।

আরও পড়ুন:

ছোটদের যত্নে: শিশুকে কোন ওষুধ কখন খাওয়াবেন? ওষুধ খাওয়ার সঠিক নিয়ম কী? জানুন শিশু বিশেষজ্ঞের পরামর্শ

স্বাদে-গন্ধে: সামনেই জন্মদিন? বিশেষ দিনের ভূরিভোজে বানিয়ে ফেলুন কাশ্মীরি পদ মটন রোগান জোস!

ভারত তুরস্ক এবং সিরিয়ার দু’দেশের পাশে দাঁড়িয়েছে। সোমবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এর্দোগানের একটি টুইটের প্রত্যুত্তরে টুইট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমবেদনা জানিয়েছিলেন মৃতদের প্রতি।

আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-২৩: মোর সাধের বাসরে ঘটল ‘গৃহ প্রবেশ’

রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়লে অনেক খাবারই বাদ দিতে হয়, তা হলে কী কী খেতে পারেন?

সেই টুইটে প্রধানমন্ত্রী লিখেছিলেন, ‘‘শোকাহত পরিবারের প্রতি সমবেদনা। প্রার্থনা করি, আহতেরা দ্রুত সেরে উঠুন। তুরস্কের এই ভূমিকম্পের ফলে অপূরণীয় ক্ষতি হয়েছে। এই বিপর্যয়ের মোকাবিলায় সমস্ত রকম সাহায্য নিয়ে তুরস্কের পাশে দাঁড়াতে প্রস্তুত ভারত।’’

Skip to content