বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

আরম্ভ হতে চলেছে ভারত-বাংলাদেশ সীমান্তে ‘ইন্টারন্যাশনাল হাট’। জিরো পয়েন্টের এই হাটে পশ্চিমবঙ্গে তৈরি বিভিন্ন দ্রব্যাদির পাশাপাশি পাওয়া যাবে বাংলাদেশে তৈরি বিভিন্ন দ্রব্যও। পশ্চিমবঙ্গের পাঁচ সীমান্তের জিরো পয়েন্টে এই হাটের পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার। যদিও পরীক্ষামূলক পরিকল্পনা হিসাবে প্রাথমিক পর্যায়ে ‘ইন্টারন্যাশনাল হাট’ চালু করার পরিকল্পনাই রয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে।
এই হাট তৈরির জন্য দুদেশেরই জমি অধিগ্রহণ করা হবে। পশ্চিমবঙ্গের ৭৫ মিটার এবং বাংলাদেশের ৭৫ মিটার জমি অধিগ্রহণ করেই এই হাট তৈরি হবে বলে জানা গিয়েছে। দুই দেশের সীমান্ত এলাকার পাঁচ কিলোমিটারের মধ্যে বসবাসকারী বাসিন্দারা এই বাজারে নিজেদের তৈরি পণ্য বিক্রি করতে পারবেন। হাটের সামগ্রিক নিরাপত্তার দায়িত্বে থাকবেন দু’দেশের সীমান্তরক্ষীরা। ইতিমধ্যেই জমি চিহ্নিতকরণের কাজ শুরু করছে দুই দেশের প্রতিনিধিরা। এই নিয়ে ভারত এবং বাংলাদেশ সরকারের মধ্যে প্রাথমিক পর্যায়ের আলোচনা প্রায় চূড়ান্ত বলে জানা গিয়েছে মালদহের বিএসএফ সূত্রে।
কাঁচা দ্রব্যসামগ্রী ছাড়াও এই হাটে বিক্রি হবে প্লাস্টিকজাত দ্রব্য এবং পরিধান সামগ্রীও। সম্ভবত আগামী ছ’মাসের মধ্যেই তৈরি হতে চলেছে এই বাজার। কেন্দ্র তাদের উদ্যোগে রাজ্য সরকারের সহযোগিতাও আশা করছে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরির মতে, এই বাজার তৈরি হলে সীমান্তে অপরাধ অনেকটাই কমে যাবে। পাশাপাশি উন্নতি হবে আর্থসামাজিক ক্ষেত্রেরও। শুধু তাই নয়, এই উদ্যোগের ফলে অর্থনৈতিক উন্নয়ন ঘটাবে এলাকার বাসিন্দাদেরও।

Skip to content