রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


প্রতীকী ছবি

কাবুলে ফের ভয়াবহ বিস্ফোরণ। এবার একটি মসজিদে ভয়ংকর বিস্ফোরণ হয়েছে। এই ঘটনায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন বলে মনে করা হচ্ছে। ওই মসজিদের ইমামও মৃতদের মধ্যে আছেন বলে খবর। অন্তত ৪০ আহত। উদ্ধারকার্য চলছে যুদ্ধকালীন তৎপরতায়। মনে করা হচ্ছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
এ প্রসঙ্গে স্থানীয় পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটা শক্তিশালী ছিল যে এলাকার বহু বাড়ির কেঁপে ওঠে। কাচের জানলা ভেঙে যায়। বিস্ফোরণ স্থলে দ্রুত অ্যাম্বুল্যান্স পাঠানো হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। এক তালিবান আধিকারিকের কথায়, ঘটনাটি কাবুলের খাইরখানা এলাকায় ঘটেছে। মসজিদে প্রার্থনা চলাকালীন এই শক্তিশালী বিস্ফোরণটি হয়। পুরো ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।

Skip to content