শনিবার ২১ সেপ্টেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

এখনও পর্যন্ত মাঙ্কি পক্স বিশ্বের ৩০টি দেশে ছড়িয়ে পড়েছে। এই রোগে আক্রান্ত ৭৮০ জন। এর মধ্যে বেশিরভাই ইউরোপের নানা দেশের নাগরিক। উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) বিশ্বের সব দেশকেই সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে। ভারতে এখনও পর্যন্ত এই সংক্রমণের ঘটনা প্রকাশ্যে না এলেও গুজরাতের এক শিশুকন্যা সংক্রমিত বলে সন্দেহ করা হচ্ছে। দেশের আরও কয়েকটি শহরে কয়েক জনকে নজরে রাখা হয়েছে। এ প্রসঙ্গে ‘হু’-এর অতিমারি বিশারদ মারিয়া ভ্যান কারখোভ কীভাবে মাঙ্কি পক্স-কে এড়ানো যায় সে বিষয়ে কিছু পরামর্শ দিয়েছেন।
 

মাঙ্কি পক্স এড়াতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ

হু-এর স্বাস্থ্যকর্তারা সব দেশকেই সতর্ক হওয়ার কথা বলেছেন। যে সব দেশে মাঙ্কি পক্স ছড়িয়ে পড়ছে তাদের দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করার পরামর্শ দেওয়া হয়েছে।

কেউ মাঙ্কি পক্সে আক্রান্ত হয়েছে বলে মনে হলে তাঁকে অবশ্যই নিভৃতবাসে রাখতে হবে।

ভাইরাস যদি এক একদল মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে, তাহলে তাদের সবাইকে আলাদা রাখার ব্যবস্থা করতে হবে। করোনা সংক্রমণের মতো কোনও ভাবেই এক জনের থেকে অন্য এক জনের মধ্যে ছড়াতে দেওয়া যাবে না।

সতর্কতার অভাবে করোনা সংক্রমণের সময় অনেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী অসুস্থ হয়ে পড়েছিলেন। করোনা থেকে শিক্ষা নিয়ে মাঙ্কি পক্সের ক্ষেত্রে প্রথম থেকেই হাসপাতালের সব স্তরের কর্মীদের সতর্ক হতে হবে।

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র আগে থেকেই মজুত করে রাখতে হবে।


Skip to content