বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

আমেরিকায় একটানা কয়েক ঘণ্টা বিমান পরিষেবা বন্ধ থাকার পর ফের ধীরে ধীরে বিমান চলতে শুরু করেছে। বুধবার আমেরিকার ‘ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন’ (এফএএ) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা থেকে ফের বিমান পরিষেবা চালু হয়েছে।
বিমান নিয়ন্ত্রণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত ত্রুটির দেখা দেওয়ায় এই সমস্যা হয়েছিল। মেরামতি প্রক্রিয়া চলাকালীন এফএএ জানায়, বুধবার স্থানীয় সময় সকাল ৯টার মধ্যে ফের বিমান পরিষেবা শুরু হবে। সেই পরিকল্পনা মতো ফের পরিষেবা শুরু করা সম্ভব হয়েছে বলে এফএএ সূত্রে জানা গিয়েছে। যদিও ঠিক কী কারণে এই ত্রুটি দেখা দিয়েছে তা নিয়ে পরিষ্কার করে কিছু এফএএ জানায়নি।
আরও পড়ুন:

মঙ্গলবার রাতে অনীকের অস্থিরতা বাড়ে, ফুসফুসের সংক্রমণ কতটা জানতে বিশেষ পরীক্ষা বৃহস্পতিবার

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-১: পৃথিবী খ্যাত ডালটন হাইওয়ে এই শহরকে ছুঁয়েছে আর্কটিক বৃত্ত তথা উত্তরমেরুর সঙ্গে

আমেরিকার প্রশাসন সূত্রে খবর, বিমান নিয়ন্ত্রণ ব্যবস্থায় ত্রুটির জেরে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিমান মিলিয়ে প্রায় ৪,৬০০টির অনেক দেরিতে চলছে। বাতিল করা হয়েছে ৮০০টি বিমান। যদিও নির্ধারিত সময় মেনে বিমান পরিষেবা চালু হয়েছে। তবে এখনও বেশির ভাগ জায়গায় বন্ধ রয়েছে যাত্রী পরিষেবা। একাধিক বিমানবন্দরে যাত্রীদের বিক্ষোভ অব্যাহত।
আরও পড়ুন:

ইংলিশ টিংলিশ, মাধ্যমিক পরীক্ষার্থীরা সহজে শিখে নাও Transformation of Sentences by changing the DEGREES of Adjectives

ডেস্কটপের স্ক্রিনলক থেকে স্টেটাসে ভয়েস নোট, নতুন বছরে হোয়াটসঅ্যাপ আর কী কী ফিচার আনছে?

বিমান নিয়ন্ত্রণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত ত্রুটির বিষয়টি প্রকাশ্যে আসতেই আমেরিকায় শুরু হয়ে যায় সাইবার হানা নিয়ে জল্পনা। তবে হোয়াইট হাউস জানিয়ে দিয়েছে, বিমান বিভ্রাটের সঙ্গে সাইবার হানার কোনও সম্পর্ক নেই। তবে প্রেসিডেন্ট জো বাইডেন যাত্রী পরিবহণ দফতরকে বিমান বিভ্রাট নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন।

Skip to content