বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৪


ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান এবং আফগানিস্তানের বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। বুধবার আফগানিস্তানের পূর্বাঞ্চল এবং পাকিস্তানে ভূমিকম্পের প্রভাব পড়েছে। এখনও পর্যন্ত অন্তত ৯২০ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে প্রায় ৬০০ জন আহত হয়েছেন। যদিও হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তালিবান প্রশাসনের বিপর্যয় মোকাবিলা দফতরের প্রধান মহম্মদ নাসিম হক্কানি জানান, সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে। সেখানে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৫০-এরও বেশি। পাশাপাশি নানগড়হার এবং খোস্ত এলাকাতেও অনেকের মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে উদ্ধারকাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়।
আমেরিকার ভূ-সর্বেক্ষণ বিভাগ সূত্রের খবর অনুযায়ী, বুধবার ভোরে ভূমিকম্পটি দক্ষিণ-পূর্ব আফগানিস্তানের খোস্ত শহর থেকে প্রায় ৪৪ কিলোমিটার দূরে অনুভূত হয়। কম্পনের উৎসস্থল ভূপৃষ্ঠ থেকে ৫১ কিলোমিটার গভীরে ছিল। সব মিলিয়ে তীব্র ভূমিকম্পের প্রভাব পড়ে আফগানিস্তান, পাকিস্তান ও ভারতের প্রায় ৫০০ কিলোমিটার অঞ্চলে।

Skip to content