শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


দোমিনিক ল্যপিয়ের

‘সিটি অফ জয়’ গ্রন্থের লেখক দোমিনিক ল্যপিয়ের প্রয়াত। ল্যপিয়েরের স্ত্রী জানিয়েছেন, গত ৪ ডিসেম্বর লেখক প্রয়াত হয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। জন্মসূত্রে ফরাসি সাহিত্যিকের ভারতের প্রতি বিশেষ টান অনুভব করতেন। এই কলকাতা শহরে বসেই দোমিনিক এক রিকশাচালকের জীবনসংগ্রাম নিয়ে ‘সিটি অফ জয়’ লিখেছিলেন। তাঁকে দ্রুত খ্যাতি এনে দিয়েছিল এই উপন্যাস। পরে ‘সিটি অফ জয়’ অবলম্বনে সিনেমাও তৈরি হয়।
ফ্রান্সের শাতেলাইলোঁ প্লাজ শহরে ১৯৩১ সালের ৩০ জুলাই জন্ম ল্যপিয়েরের। এক সময় তিনি আমেরিকান সাহিত্যিক ল্যারি কলিন্সের সঙ্গে যৌথ ভাবে উপন্যাস ‘দ্য ফিফথ হর্সম্যান’ লিখছিলেন। সেই উপন্যাস বেস্ট সেলার হয়েছিল। তাঁর লেখা ৬টি বইয়ের ৫ কোটি কপি মুহূর্তে বিক্রি হয়ে গিয়েছিল।
আরও পড়ুন:

সোনার বাংলার চিঠি, পর্ব-৫: বিশ্ব সাহিত্য কেন্দ্র— বইয়ের জন্য ভালোবাসা

আন্দামান সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, এখনই জাঁকিয়ে শীত নয়, পারদ ঊর্ধ্বমুখী শুক্রবার থেকে

হিটলারের জার্মানি ফ্রান্সের দখলের পর ফরাসিদের জীবনযাপন কী ভাবে বদলে গিয়েছিল তার বর্ণনা রয়েছে ল্যপিয়েরের লেখা ‘ইজ প্যারিস বার্নিং?’-এ। ‘ফাইভ পাস্ট মিডনাইট ইন ভোপাল’ও আলাদা করে নজর কাড়ে। ১৯৮৪ সালে ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল। সেই দুর্ঘটনা স্থানীদের জীবনে কী প্রভাব ফেলেছিল জানতে তিনি ৩ বছর মধ্যপ্রদেশের ভোপাল কাটিয়েছিলেন।
আরও পড়ুন:

মনের আয়না: ঘুমোতে গেলেই মগজে ভিড় করছে রাজ্যের দুশ্চিন্তা? জন্মাচ্ছে অকারণ ভয়? রইল সমাধান

ইংলিশ টিংলিশ: আজকে এসো দেখি Prefix আর Suffix কাকে বলে

সারা জীবনের সঞ্চয় দিয়ে যক্ষ্মা এবং কুষ্ঠরোগীদের চিকিৎসার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছিলেন। ল্যপিয়েরর সাহিত্যজীবনকে সম্মান জানাতে ভারত সরকার ২০০৮ সালে তাঁকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করে। ফরাসি সাহিত্যিক দোমিনিক ল্যপিয়ের কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হল —‘অর আই উইল ড্রেস ইউ ইন মোর্নিং’, ‘ফ্রিডম অ্যাট মিডনাইট’, ‘ও জেরুসালেম’ ইত্যাদি।

Skip to content