বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


পাকিস্তানে তৈরি ‘রুহ আফজা’ পানীয় ভারতে বিক্রি করা যাবে না। মঙ্গলবার দিল্লি হাইকোর্ট ই-কমার্স সংস্থা আমাজন এমনই নির্দেশ দিয়েছে। এই নির্দেশে স্বস্তির নিঃশ্বাস ফেলল ‘হামদর্দ ন্যাশনাল ফাউন্ডেশন’ নামে একটি সংস্থা। এই সংস্থাটি ভারতে ‘রুহ আফজা’ তৈরি করে।
মঙ্গলবার বিচারপতি প্রতিভা সিংয়ের একক বেঞ্চে মামলাটির শুনানি হয়। ভারতের হামদর্দ সংস্থাটি মামলাটি করেছিল। ‘হামদর্দ ন্যাশনাল ফাউন্ডেশনে’র দাবি, আমাজনে ‘গোল্ডেন লিফ’ নামে একটি সংস্থা ‘রুহ আফজা’ ট্রেডমার্ক নিয়ে ব্যবসা করছে। ‘গোল্ডেন লিফ’-এর তৈরি সামগ্রী ভারতের হামদর্দের প্রস্তুত করা নয়। যার বিবরণ প্যাকেজিংয়ে উল্লেখ করা থাকে না। খোঁজ খবর নিয়ে জানা যায়, আমাজনে বিক্রি হওয়া ‘গোল্ডেন লিফ’-এর সামগ্রীগুলি আসলে পাকিস্তানে তৈরি করা হয়।
‘রুহ আফজা’ নিয়ে দিল্লি হাই কোর্টে একটি পিটিশন জমা করে ‘হমদর্দ ন্যাশনাল ফাউন্ডেশন’ এবং ‘হমদর্দ ল্যাবরেটরিজ ইন্ডিয়া’। এর পর দিল্লি হাই কোর্ট গত ৫ সেপ্টেম্বর আমাজনকে সতর্ক করে বলে পাকিস্তানে তৈরি পানীয় তাদের তালিকা থেকে সরিয়ে নিতে হবে। এবার আজ মঙ্গলবার হাই কোর্ট পরিষ্কার নির্দেশ দিল, পাকিস্তানে তৈরি ওই পানীয় আমাজন ভারতে বিক্রি করতে পারবে না। হাই কোর্টের বক্তব্য, রুহ আফজা ভারতীয়রা এক শতাব্দীরও বেশি সময় ধরে ব্যবহার করছেন। এর খাদ্যগুণ নিয়ে কোনও রকম হেরফের মানা যায় না।
আরও পড়ুন:

৮০০ কোটি জনসংখ্যা ছুঁয়ে ফেলল বিশ্ব! ভারতের অবদানই সব থেকে বেশি, দেশে নতুন রেকর্ডের পথে এগচ্ছে!

কলকাতায় আরও পারদপতন, শীতের শিরশিরানি ভাব অব্যাহত বাংলা জুড়ে

‘রুহ’-র অর্থ আত্মা। আত্মাকে পরিতৃপ্ত করে এমন পানীয় হল ‘রুহ আফজা’, এমনটাই দাবি সংস্থার। এটি প্রস্তুত করতে একাধিক রকমের ভেষজ ও ফল ব্যরহার করা। উত্তর ভারতে সারা বছর, মূলত গরমের সময়ে ‘রুহ আফজা’ পানীয় খাওয়ার খুব চল আছে। যদিও পাকিস্তানে সাধারণত রমজানের রোজা ভাঙার সময়েই ‘রুহ আফজা পানীয় খাওয়া হয়।
ভারতের গাজিয়াবাদে ১১৬ বছর আগে তৎকালীন ইংরেজরা এই সরবতের শুরু করে। তিনটি দেশেই অর্থাৎ ভারত, পাকিস্তান ও বাংলাদেশ ‘রুহ আফজা’ পানীয়টি তৈরি হয়।
আরও পড়ুন:

আপাতত আর অভিনয় নয়, লাল সিং চাড্ডার ব্যর্থতার পর ঘোষণা আমিরের! এখন তিনি কী করবেন? দেখুন

বাইরে দূরে: মোহনার দিকে…

প্রসঙ্গত উল্লেখ্য, হাকিম হাফিজ আবদুল মাজিদ ১৯০৭ সালে ‘হামদর্দ ন্যাশনাল ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠা করেন। এদের সবথেকে পরিচিত প্রোডাক্ট হল এই ‘রুহ আফজা’। হাকিম হাফিজ আবদুল মাজিদের পুত্র হাকিম মহম্মদ ১৯৪৭ সালে পাকিস্তানে ‘পাকিস্তানি হামদর্দ’ নামে একটি সংস্থা চালু করেন।

Skip to content