বুধবার ২৯ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

করোনা প্রতিরোধে মুখে নেওয়ার টিকা চালু করে দিল চিন। বিশ্বে প্রথম এই ধরনের টিকা চালু হল। বুধবার চিনের বাণিজ্য নগরী শাংহাইতে এই ওরাল টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। সে দেশের সরকারি সংবাদমাধ্যম টিকাকরণ কর্মসূচির ছবি এবং ভিডিয়োও প্রকাশ করেছে।
চিন দেওয়া তথ্য তথ্য অনুযায়ী, যাঁদের দু’টি টিকা নেওয়া হয়ে গিয়েছে, তাঁদের প্রথম পর্যায়ে ‘বুস্টার’ ডোজ হিসাবে মুখে অর্থাৎ বা ওরাল টিকা দেওয়া হচ্ছে। নাগরিকদের সম্পূর্ণ বিনামূল্যে এই টিকা দেওয়া দিচ্ছে চিন সরকার। ধীরে ধীরে প্রথম পর্যায়ের টিকাকরণেও ওরাল পদ্ধতি চালু হতে পারে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে চিনের দাবি, বিশ্বের উন্নয়নশীল দেশগুলিতেও খুব শীঘ্রই এই ওরাল টিকাকরণ কার্যকরী হবে। করোনা প্রতিরোধে মুখে নেওয়ার টিকা দিতে সর্বোচ্চ ২০ সেকেন্ড সময় লাগে। ফলে স্বাভাবিক ভাবে, খুব দ্রুততার সঙ্গে টিকাকরণ সম্ভব হবে।
আরও পড়ুন:

ছোটদের যত্নে: বাচ্চা খেতেই চায় না? কী করে খিদে বাড়াবেন? কখন চিকিৎসকের কাছে যাবেন? জানুন শিশু বিশেষজ্ঞের মতামত

উত্তম কথাচিত্র, পর্ব-৮: মুখে হাসি ফোটানোর দায়িত্বে ‘বসু পরিবার’ [১১/০৪/১৯৫২]

সারা বিশ্বে করোনা প্রতিরোধে টিকাকরণের কাজ চলছে জোরকদমে। তবে দেড় বছরেরও বেশি সময় ধরে টিকাকরণ কর্মসূচি চললেও এখনও একটা বড় অংশের টিকাকরণ বাকি রয়ে গিয়েছে। চিকিৎসক ও বিজ্ঞানীরা মত, করোনা প্রতিরোধে যত দ্রুত সম্ভব টিকাকরণের কাজ শেষ করতে হবে। এদিকে সিরিঞ্জের ব্যবহার করে টিকা দেওয়ার পাশাপাশি ভারত-সহ একাধিক দেশে নাকে স্প্রের মাধ্যমেও টিকাকরণ চলছে। এই পরিস্থিতিতে চিনে মুখে নেওয়ার টিকা চালু হওয়ায় টিকাকরণের কাজ আরও কিছুটা গতি পাবে বলে মনে করা হচ্ছে।

Skip to content