শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ফের সেই চিনেই। করোনা ভাইরাসের পর এবার মানবদেহে অ্যাভিয়ন ফ্লু-র এইচ৩এন৮ প্রজাতির প্রথম সংক্রমণ ধরা পড়ল সে দেশে। নতুন এই সংক্রমণে চার বছরের এক শিশু আক্রান্ত হয়েছে। এ প্রসঙ্গে মঙ্গলবার চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, ঘটনাটি ঘটেছে মধ্য হেনান প্রদেশে। আক্রান্তের বাড়িতে হাঁস ও মুরগির খামার আছে। সম্ভবত সেখান থেকে সংক্রমণটি ছড়িয়েছে। সম্প্রতি শিশুটির জ্বর হয়েছিল। রক্ত পরীক্ষার পর জানা যায় সে অ্যাভিয়ন ফ্লু-র এইচ৩এন৮ প্রজাতির প্রথম সংক্রমণে আক্রান্ত। এর পর জ্বরের পাশাপাশি অন্যান্য উপসর্গ থাকায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। নাগরিকদের মৃত এবং অসুস্থ পাখির কাছাকাছি না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আর শরীরে কোনও উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা করাতে হবে। স্বাস্থ্য কমিশনের বিক্তব্য, মানবদেহে এই সংক্রমণ বিরল। সাধারণত পাখি ও হাঁসের হয় অ্যাভিয়ন ফ্লু-র এইচ৩এন৮ প্রজাতির সংক্রমণ।

Skip to content