বুধবার বিএসএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, পঞ্জাবের গুরদাসপুর এলাকায় পাকিস্তান থেকে ভেসে এসেছে ড্রোন। এর থেকে উদ্ধার করা হয়েছে চারটি চিনা বন্দুক এবং তাজা কার্তুজ।
সীমান্তরক্ষী বাহিনী বিবৃতি জারি করে জানিয়েছে, ১৭ এবং ১৮ জানুয়ারির মধ্যবর্তী রাতে বিএসএফের টহলদারি দল গুরদাসপুরের উঁচা তাকালা গ্রামে টহল দেবার সময় তাঁরা একটি ড্রোন ওড়ার আওয়াজ পান। সঙ্গে সঙ্গে ড্রোন লক্ষ্য করে তাঁরা গুলি চালান। একটু পরেই ভারি কিছু পড়ার আওয়াজ পাওয়া যায়। দ্রুত সেখানে পৌঁছে যান তাঁরা। সেখানে গিয়ে তাঁরা দেখেন ড্রোন থেকে একটি কাঠের বাক্স পড়েছে। সেই বাক্সটি খুলতেই তার মধ্যে থেকে বন্দুক দেখা যায়
আরও পড়ুন:
রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান? আয়ুর্বেদে ফল মিলবে হাতেনাতে
বাড়িতে পার্কিনশনস-এর রোগী রয়েছেন? মাথায় রাখুন এই জরুরি বিষয়গুলি
ওই বাক্স থেকে চিনে তৈরি চারটি পিস্তল, ৮টি ম্যাগাজিন এবং ৪৭ রাউন্ড গুলি পাওয়া গিয়েছে। এর পরেই বিএসএফ গোটা এলাকায় চিরুনি তল্লাশি শুরু করে দেয়। পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে পঞ্জাবে অস্ত্রশস্ত্র এবং মাদকদ্রব্য পাঠানোর মতো ঘটনা দীর্ঘ দিন ধরেই চালিয়ে আসছে পাকিস্তান। বিএসএফ প্রায় প্রতিটি ক্ষেত্রেই ড্রোন ধ্বংস করার পাশাপাশি, বাজেয়াপ্ত করেছে পাকিস্তান থেকে প্রেরণ করা অস্ত্র এবং মাদকদ্রব্য। এ বারও বিএসএফ তাই করল।