শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি সংগৃহীত।

ফের কেঁপে উঠল তুরস্ক। আগের ঝাঁকুনির রেশ কাটতে না কাটতেই আবার ভূমিকম্প তুরস্কে। ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, মঙ্গলবার মধ্য তুরস্কে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬ মাত্রার।
কম্পনের উৎসস্থল ছিল মাটি থেকে প্রায় ২ কিলোমিটার গভীরে। সরকারি হিসাব অনুযায়ী, সোমবারের ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত প্রায় ৪০০০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এরকম পরিস্থিতিতে উদ্ধারকার্যে সমস্যা বাড়াচ্ছে তুরস্কের আবহাওয়া। প্রবল বৃষ্টি আর ঠাণ্ডার জেরে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। উদ্ধারকারীদের অনুমান, মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে যাবে। খারাপ আবহাওয়ার জন্য মাঝে মাঝেই বন্ধ করতে হচ্ছে উদ্ধারকাজ। ভূমিকম্পের একাধিক ভয়াবহ ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। দেখে শিউরে উঠছে গোটা দুনিয়া।
আরও পড়ুন:

জাহাদ-জিয়া দেশের প্রথম রূপান্তরকামী বাবা-মা হতে চলেছেন! কী ভাবে সন্তানধারণ করলেন?

খেতে শুরু করলে মুঠো মুঠো কিশমিশ খেয়ে ফেলেন? এতে শরীরের কী ক্ষতি হতে পারে?

সোমবার স্থানীয় সময় ভোরে ৪টে নাগাদ তুরস্ক এবং সিরিয়ার বিস্তীর্ণ অংশ কেঁপে ওঠে। কম্পনের মাত্রা ছিল ৭.৮। ভূগর্ভের প্রায় ১৮ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল দক্ষিণ তুরস্কের গাজিয়ানতেপ প্রদেশের নুরদাগি শহর থেকে ২৬ কিলোমিটার পূর্বে।

সোমবার ভোরে প্রথম বার কম্পনের ১১ থেকে ১৫ মিনিটের ব্যবধানে লেবানন, সিরিয়া এবং সাইপ্রাসের একাধিক অংশ দ্বিতীয় বার কেঁপে ওঠে। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)-র মতে, এই কম্পনের তীব্রতা ছিল ৬.৭। তুরস্ক-সিরিয়ায় হওয়া এটি তৃতীয় তীব্র ঝাঁকুনি।
আরও পড়ুন:

চেনা দেশ অচেনা পথ, পর্ব-৫: জনজাতি ও জনসত্ত্বা

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৫০: লুকোনো বই পড়ার জন্য রবীন্দ্রনাথ বাক্সের চাবি চুরি করেছিলেন

বিশেষজ্ঞদের মতে, এগুলি ভূমিকম্পের ‘আফটারশক’। ভূগর্ভের নীচে একে অপরের সঙ্গে ধাক্কা খাওয়া পাতগুলির পুনর্বিন্যাস প্রক্রিয়ার ফল। তাই প্রথম বার কম্পনের পর উৎসস্থলের পার্শ্ববর্তী এলাকা নির্দিষ্ট সময়ের ব্যবধানে বার বার কেঁপে ওঠে। একেই ‘আফটারশক’ বলা হয়। ধীরে ধীরে আফটারশকের সংখ্যা কমতে থাকে। তবে ‘আফটারশক’ কখনও সখনও এক বছর পর্যন্ত হতে পারে৷

Skip to content