ফরাসি সাহিত্যিক অ্যনি আর্নোউ।
সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন ফরাসি সাহিত্যিক অ্যনি আর্নোউ। বৃহস্পতিবার স্টকহোমের সুইডিশ অ্যাকাডেমি ২০২২ সালের সাহিত্যে নোবেলের জন্য অ্যনির নাম ঘোষণা করেছে। অসীম সাহস ও ধৈর্যের সঙ্গে শিকড়ের সন্ধান চালানো এবং ব্যক্তিগত স্মৃতির সঙ্গে মিলন-বিরহের সম্পর্ককে অসাধারণ ভাবে ফুটিয়ে তোলার জন্য অ্যনিকে বেছে নেওয়া হয়। ৮২ বছরের এই সাহিত্যিক ৩০টিরও বেশি উপন্যাস লিখেছেন। তবে বেশির ভাগ লেখাই আত্মজৈবনিক বা স্মৃতিকথন।
১৯৪০ সালে অ্যনির জন্ম। ফ্রান্সের নর্মান্ডিতে এক শ্রমজীবী পরিবারে তাঁর বেড়ে ওঠা। রুয়েঁ এবং বোর্দো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনার পর্ব মিটিয়ে সাহিত্যচর্চা শুরু করেন। তিনি মূলত আত্মজৈবনিক বা স্মৃতিকথন লাখালেখি করেন। যদিও প্রথম দিকে তিনি আখ্যানধর্মী বিষয় নিয়ে লিখতেন।
BREAKING NEWS:
The 2022 #NobelPrize in Literature is awarded to the French author Annie Ernaux “for the courage and clinical acuity with which she uncovers the roots, estrangements and collective restraints of personal memory.” pic.twitter.com/D9yAvki1LL— The Nobel Prize (@NobelPrize) October 6, 2022
তাঁর প্রথম উপন্যাস ‘লা আরমোরেস ভাইডস (ক্লিনড আউট)’ ১৯৭৪ সালে প্রকাশিত হয়। এরপর ১৯৮৪ সালে বেরয় ‘লা প্লেস (আ ম্যান’স প্লেস)’ বেরোয়। এর জন্য অ্যনি ‘রেনোড’ পুরস্কার পান। তাঁর উল্লেখ্যযোগ্য কয়েকটি কাজ হল— ‘আ উওম্যান’স স্টোরি, আ ম্যান’স প্লেস’, ‘সিম্পল প্লেস’ বা ‘আই রিমেন ইন ডার্কনেস’, ‘প্যাসন সিম্পল’ প্রভৃতি। রেনোড পুরস্কার ছাড়াও তিনি প্রি দি লা লাঙ্গে ফ্রাঁসে সম্মানে সম্মানিত হয়েছেন। রয়্যাল সোসাইটি অফ লিটারেচারের সঙ্গেও তিনি যুক্ত।
আরও পড়ুন:
অণু জোড়ার সহজ পদ্ধতি আবিষ্কার করে রসায়নে নোবেল পেলন তিন বিজ্ঞানী
তাইল্যান্ডের ক্রেশে এলোপাথাড়ি গুলি করে ২২ শিশু-সহ ৩৪ জনকে খুন! নারকীয় হামলার পর আত্মঘাতী বন্দুকবাজ
গ্যাম্বিয়ায় ৬৬ শিশুর মৃত্যু হয়েছে ভারতে তৈরি কফ সিরাপ খেয়ে, কোন কোন কাশির ওষুধ খেতে নিষেধ করল ‘হু’?
একজন নারীর বড় হয়ে ওঠার সঙ্গে বদলে যাওয়া পৃথিবী ও তার পারিপার্শ্বিকতা অ্যানি লেখায় বার বার উঠে এসেছে। সম্পর্ক, গর্ভপাত, মাতৃবিয়োগ, অ্যালঝাইমার্স, ক্যানসার প্রভৃতি বিষয় তাঁর সাহিত্যকর্মে গুরুত্ব পেয়েছে। ২০০৮ সালে প্রকাশিত স্মৃতকথা ‘দ্য ইয়ার্স’-কেই অ্যানির সব থেকে গুরুত্বপূর্ণ কাজ বলে মনে করা হয়।