বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

আমেরিকার আকাশসীমানায় পর পর তিন দিন বিশেষ ধরনের লক্ষ্যবস্তুকে দেখা গিয়েছে। আমেরিকার বায়ুসেনা তিনটি লক্ষ্যবস্তুকে ফাইটার জেট দিয়ে গুলি করে নামিয়েছে। বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে তারা তদন্তও শুরু করেছে। এই ঘটনাটির মধ্যে ভিনগ্রহী থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না আমেরিকা। অন্তত, উত্তর আমেরিকার দায়িত্বে থাকা বায়ুসেনা প্রধান জেনারেল গ্লেন ভ্যানহার্কের বক্তব্য তেমনই।
পর পর তিন দিন আকাশসীমানায় তিনটি লক্ষ্যবস্তুকে ফাইটার জেট দিয়ে গুলি করে নামিয়েছে আমেরিকার বায়ুসেনা। এর নেপথ্যে কারা, তা নিয়ে চলছে তদন্ত। এর মধ্যে ভিন্‌গ্রহী থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না আমেরিকা। অন্তত, উত্তর আমেরিকার দায়িত্বে থাকা বায়ুসেনা প্রধান জেনারেল গ্লেন ভ্যানহার্কের বক্তব্য তেমনই।
আরও পড়ুন:

বাড়তি ওজন কমাতে চান? রান্নাঘরের কোন চারটি মশলা খেলেই ঝরবে মেদ?

চেনা দেশ অচেনা পথ, পর্ব-৩: সবুজের নেশায় অভয়ারণ্য

বিষয়টি নিয়ে রবিবার পেন্টাগনে এক সাংবাদিক বৈঠক করেন জেনারেল ভ্যানহার্ক। তিনি বলেন, ‘‘সব সম্ভাবনার কথাই মাথায় রাখা হচ্ছে। তাই এ নিয়ে তদন্ত হচ্ছে। গোয়েন্দা বিভাগ দায়িত্ব নিয়ে কাজ করছে।’’

পর পর তিন বার আমেরিকা-কানাডা সীমান্তের আকাশে রহস্যময় উড়ন্ত বস্তু লক্ষ্য করা গিয়েছে। এদিকে, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন নির্দেশ দিয়েছেন, এই ধরনের রহস্যময় বস্তুকে দেখা মাত্রই গুলি করে নামাতে হবে।
আরও পড়ুন:

ত্বকের পরিচর্যায়: ‘টাকপোকা’ ঠিক কী? এই অসুখে আপনিও আক্রান্ত হতে পারেন, এর প্রতিকার জানেন?

বৈষম্যের বিরোধ-জবানি, পর্ব-৬: নাগদেবী কাহন ও দ্বিমুখী লড়াই

মার্কিন সেনাবাহিনীর ফাইটার জেট যুদ্ধবিমান কানাডা-মার্কিন সীমান্তে রহস্যজনক বস্তুকে দেখেই গুলি করে নামায়। একটি রহস্যজনক বস্তু ছিল মার্কিন-কানাডিয়ান সীমান্তে হুরন হ্রদের উপর। উড়ন্ত এই বস্তুকে এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে আক্রমণ করে আমেরিকার সেনাবাহিনী।

প্রাথমিক ভাবে আমেরিকার অভিযোগ ছিল, চিনের গুপ্তচর বেলুন হোয়াইট হাউসের গোপন তথ্য জানতে নজরদারি চালাচ্ছে। এর পরে আমেরিকার পর লাতিন আমেরিকার আকাশেও একই বস্তু দেখা যায়। সব মিলিয়ে আমেরিকা ও চিনের সম্পর্কে উত্তেজনা বাড়ে। যদিও চিন প্রথম বেলুনটি তাদের জানালেও গুপ্তচরবৃত্তির আশঙ্কা খারিজ করে দেয় তারা। এ প্রসঙ্গে বেজিং জানায়, বেলুনটি হাওয়ায় ভাসতে ভাসতে আমেরিকার আকাশে ঢুকে পড়ে।

Skip to content