মঙ্গলবার ৯ জুলাই, ২০২৪


নাইট ক্লাবে আগুন।

তাইল্যান্ডের এক নাইট ক্লাবে আগুনে মৃত্যু হয়েছে অন্তত ১৩ জনের। এই ঘটনায় আহত হয়েছেন ৩৫ জন। তাঁদের চিকিৎসা চলছে হাসপাতালে। এখনও আগুন লাগার কারণ জানা যায়নি। জানা গিয়েছে, অন্তত ৮০ জন আগুন লাগার সময় ওই নাইট ক্লাবের মধ্যে ছিলেন। কয়েক জন কোনও ভাবে বেরিয়ে আসতে পেরেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে পুলিশে আশঙ্কা।
তাইল্যান্ডের চোনবুরি প্রদেশের মাউন্টেন বি নাইট ক্লাবে বৃহস্পতিবার রাতে আগুন লাগে। ঘটনাটি যখন ঘটে তখন নাইট ক্লাবে চলছে উদ্দাম নৃত্য, হই-হুল্লোড়। এই অবস্থায় বিধ্বংসী আগুনে পুড়ে অন্তত ১৩ জনের মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, আগুন লাগে বৃহস্পতিবার ভারতীয় সময় সাড়ে এগারোটা নাগাদ। আগুন লাগার কিছুক্ষণের মধ্যে তা দ্রুত ছড়িয়ে পড়ে।চোনবুরির পুলিশ কর্নেল উত্তিপং সোমজাই জানান, ‘আমরা রাত একটা নাগাদ আগুন লাগার খবর পাই। ঘটনার কথা জানতে পেরেই দ্রুত সেখানে পৌঁছই। আগুন লাগাল সঠিক কারণ এখনও জানা যায়নি। এখনও পর্যন্ত যে তথ্য পাওয়া গিয়েছে, এই ঘটনায় মৃত ও আহতরা সবাই তাইল্যান্ডের বাসিন্দা।’ আগুন শর্ট সার্কিট থেকে লেগেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Skip to content