রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

আমেরিকার আলাস্কা পেনিনসুলা এলাকায় জোরদার ভূমিকম্প অনুভূত হয়েছে। এমনটাই জানিয়েছে আমেরিকার জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)। ইউএসজিএস-এর রিপোর্ট অনুযায়ী, রিখটর স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৪। ভূমিকম্পের পর তড়িঘড়ি জারি করা হয়েছে সুনামি সতর্কতা।
ইউএসজিএস এও জানায়, মাটির ৯.৩ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। এ প্রসঙ্গে আলাস্কার ভূমিকম্প কেন্দ্র জানিয়েছে, বড়সড় কম্পন অনুভূত হয়েছে আলাস্কা উপদ্বীপ, আলিউটিয়ান দ্বীপ এবং কুক ইনলেটে এলাকায়। উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারের অংশ সব সময় সক্রিয় থাকায় আলাস্কা একটি ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে পরিচিত।
আরও পড়ুন:

শম্ভু, শম্ভু, শিব মহাদেব শম্ভু, খুদার ইবাদত যাঁর গলায় তাঁর আর কাকে ভয়?

গৃহিণীদের মধ্যে বইয়ের নেশা বাড়াতে কাঁধে ঝোলা নিয়ে ঘুরে বেড়ান রাধা, ‘চলমান পাঠাগার’ তাঁর পরিচয়!

এর আগে আলাস্কায় বিধ্বংসী ভূমিকম্প হয়েছিল ১৯৬৪ সালের মার্চ মাসে। সে বার রিখটর স্কেলে কম্পনের মাত্রা ছিল ৯.২। এত শক্তিশালী ভূমিকম্প উত্তর আমেরিকায় কখনও হয়নি। ১৯৬৪ সালের মার্চ মাসের ওই ভূমিকম্পে সুনামি আছড়ে পড়েছিল আলাস্কা উপসাগর, পশ্চিম আমেরিকা, হাওয়াইতে। মৃত্যু হয়েছিল প্রায় ২৫০ জনের।

Skip to content