শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

ভূমিকম্পের ফলে কেঁপে উঠল সলোমন দ্বীপপুঞ্জ। ভারতীয় সময়ে মঙ্গলবার ভোরে রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৭.০। কম্পন কয়েক সেকেন্ড অনুভূত হয়। বিশেষজ্ঞরা একে একটি শক্তিশালী ভূমিকম্প হিসাবেই দেখছেন।
প্রত্যক্ষদর্শীদের জানিয়েছেন, কম্পনের জেরে ঘরবাড়ি নড়তে থাকে। উঁচু জায়গা থেকে মাটিতে পড়তে থাকে জিনিসপত্র। যদিও এখনও হতাহতের কোনও সংবাদ জানা যায়নি। জানা গিয়েছে রাজধানীর হেরিটেজ পার্ক হোটেল কম্পনের তীব্রতায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সলোমন উপকূলের ৩০০ কিলোমিটারের মধ্যে আগেই সুনামি সতর্কতা জারি করা হয়।
আরও পড়ুন:

ছোটপর্দায় ‘ত্রিনয়নী’র পর ফের একসঙ্গে গৌরব-শ্রুতি, দেখুন ‘রাঙাবউ’-এর ঝলক

ব্রণ কমাতে সক্ষম গর্ভনিরোধক ওষুধ? কী বলছে গবেষণা

উল্লেখ্য, সোমবার সকালে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ভূমিকম্প হয়। কম্পনের তীব্রতা ছিল ৫.৬। সেই ভূমিকম্পে অন্তত ১৬২ জনের মৃত্যু হয়েছে। জখম প্রায় ৭০০ জনেরও বেশি মানুষ। জানা গিয়েছে, পশ্চিম জাভার সিয়ানজুর ছিল কম্পনের উৎসস্থল। ভূমিকম্পে জেরে আতঙ্কিত হয়ে বহু মানুষ ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। অফিসও খালি করে দেওয়া হয়। কয়েক সেকেন্ডের ভূমিকম্পে কয়েকশো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর।

Skip to content