শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

আফ্রিকার গ্যাম্বিয়ায় ৬৬ শিশুর মৃত্যুর মৃত্যুর ঘটনায় পদক্ষেপ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’। তারা চারটি কাশির সিরাপ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। হরিয়ানার সোনেপতে মেডেন ফার্মাসিউটিক্যাল লিমিটেড নামে একটি সংস্থা ওই সিরাপগুলি তৈরি করে। গতকাল বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশিকা জারি করে বলেছে, “আপনারা দয়া করে ওই কাশির সিরাপগুলি ব্যবহার করবেন না।”
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ মনে করছে, কফেক্সমালিন বেবি কাফ সিরাপ, প্রোমেথাজিন ওরাল সলিউশন, মাগরিপ এন কোল্ড সিরাপ এবং মেকফ বেবি কাফ সিরাপের সঙ্গে গ্যাম্বিয়ায় ৬৬ শিশুর মৃত্যুর ঘটনার যোগসূত্র রয়েছে। ‘হু’-এর আরও বক্তব্য, ভারতীয় সংস্থা মেডেন ফার্মাসিউটিক্যাল লিমিটেডের বাজারে আনা ওই ওষুধগুলির গুণমান ও সুরক্ষা বিষয়ক প্রয়োজনীয় তথ্য পেশ করেনি।
আরও পড়ুন:

শিয়ালদহে দশমীর রাতে বেপরোয়া বাসের ধাক্কায় মৃত তিন, আহত আরও তিন জন

অণু জোড়ার সহজ পদ্ধতি আবিষ্কার করে রসায়নে নোবেল পেলন তিন বিজ্ঞানী

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, “ল্যাবরেটরিতে পরীক্ষার পর জানা গিয়েছে, এই চারটি কাশির সিরাপেই ডাইইথিলিন গ্লাইকল এবং ইথিলিন গ্লাইকল গ্রহণযোগ্য মাত্রার চেয়ে বেশি রয়েছে।” যেগুলি বেশি মাত্রায় শরীরে প্রবেশ করলে শিশুরা মারাত্মক ভাবে অসুস্থ হয়ে পড়তে পারে। বমি, পেটব্যথা, মূত্রত্যাগ এবং কিডনির সমস্যাও দেখা দিতে পারে। এমনকি, মৃত্যু পর্যন্ত হতে পারে বলে ‘হু’-এর দাবি।

স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত ২৯ সেপ্টেম্বর ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার সঙ্গে কথা বলে। এর পর শুরু হয় তদন্ত। কেন্দ্র জানিয়েছে, আপাতত জানা গিয়েছে, মেডেন ফার্মাসিউটিক্যাল লিমিটেডে শুধু গ্যাম্বিয়াতেই ওষুধ রফতানি করেছে। পুরো বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেয়নি ওষুধ নির্মাতা সংস্থাটি। তদন্ত চলছে।

Skip to content