দেশের জন্মহার বৃদ্ধি করতে নয়া পদক্ষেপ চিনের। বিয়ে উপলক্ষ্যে চিনের সরকার বেতন-সহ ৩০ দিনের ছুটি দেবে। সম্প্রতি এমনটাই ঘোষণা করা হয়েছে। যদিও এই সুবিধা কেবল চিনের গানসু এবং সানশি প্রদেশে পাওয়া যাবে। সরকারি সূত্রে খবর, মূলত নবদম্পতিদের সন্তানধারণে উৎসাহীত করতেই এরকম সুযোগ-সুবিধার দেওয়াত কথা ঘোষণা করছে সরকার।
এত দিন বিয়ে উপলক্ষ্যে দেশে মাত্র ৩ দিন ছুটি পাওয়া যেত। এ বার থেকে গানসু এবং সানশি প্রদেশের কর্মীরা টানা ৩০ দিনের ছুটি পাবেন। এর জন্য কাটা যাবে না বেতনও। অন্যদিকে, সাংহাই প্রদেশের কর্মীরা ছুটি পাবেন ১০ দিন। এই নিয়ম দেশে অন্য প্রদেশের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে না।
আরও পড়ুন:
পর্দার আড়ালে, পর্ব-২৭: উত্তমের প্রশ্নে মজাদার জবাব ভানুর, হাসির বন্যা বয়ে গেল নিউ থিয়েটার্স স্টুডিয়ো ফ্লোরে
চেনা দেশ অচেনা পথ, পর্ব-৭: কুডার ছুঁয়ে শিরপুর
এ প্রসঙ্গে চিনের ‘সাউথওয়েস্টার্ন ইউনিভার্সিটি অফ ফিনান্স অ্যান্ড ইকোনমিক্স’এর সামাজিক উন্নয়ন বিষয়ের গবেষক ইয়াং হাইয়াং জানিয়েছেন, “জন্মহার বৃদ্ধির একটি কার্যকর উপায় হল বিয়ের জন্য ছুটির সংখ্যা বাড়িয়ে দেওয়া।”
আরও পড়ুন:
ফ্যাশন ও লাইফস্টাইল, অল্প বয়সেই কুঁচকে যাচ্ছে হাতের চামড়া? কী করে আটকাবেন? রইল টিপস
ভয় ধরাচ্ছে অ্যাডিনোভাইরাস, ছড়িয়ে পড়ছে নিরবে, কী ভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে শিশুকে যত্নে রাখবেন?
গত ৬০ বছরে এই প্রথম চিনে জনসংখ্যার হার অনেকটাই কমেছে। চিন সরকার ১৯৮০ থেকে ২০১৫ সাল পর্যন্ত চিন এক-সন্তান নীতিতে জোর দেয়। ২০২২ সালে জন্মহার নেমে দাঁড়ায় ৬.৭৭ শতাংশে। বিশেষজ্ঞরা মনে করছেন, এর ফলে দেশে আর্থিক পরিকাঠামোয় এর প্রভাব পড়বে।