ছবি প্রতীকী
করোনাকালে বহু মানুষ অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন। টানা লকডাউনে ঘরবন্দি অবস্থায় থাকা মানুষজনের হতাশার চিত্রও আমরা বারবার দেখেছি। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) অবসাদ নিয়ে যে রিপোর্ট প্রকাশ করছে তা বেশ উদ্বেগজনক। সেই রিপোর্ট বলছে, লকডাউনে ঘরবন্দি থেকে বহু মানুষ হতাশা ভুগে আত্মহত্যা করেছেন। কোরনাকালের প্রথম বছরে অবসাদে ভোগা মানুষের সংখ্যা নাকি বৃদ্ধি পেয়েছে ২৫ শতাংশেরও বেশি! আর্থ-সামাজিক ক্ষেত্রেও এর ব্যাপক প্রভাব পড়েছে। অবসাদের বড় কারণ হিসেবে শিশুদের প্রতি যৌন হেনস্থা ও নিপীড়নের কথাও গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি যুদ্ধ, জলবায়ু সঙ্কটের মতো পরিস্থিতিকেও মানসিক সমস্যার কারণ হিসেবে ধরা হয়েছে। এছাড়াও করোনা অতিমারিকে বিশ্বের ‘বড় সঙ্কট’ বলেও উল্লেখ করা হয়েছে। রিপোর্টে এও বলা হয়েছে, একাধিক দেশ মানসিক স্বাস্থ্য নিয়ে প্রয়োজনীয় বাজেট বরাদ্দ করে না।