ছবি প্রতীকী
কোনও যাত্রী যদি নির্দিষ্ট স্টেশন থেকে ট্রেনে না চড়েন, তাহলে এবার পরের স্টেশন থেকে সেই সিটটি বুকিং করতে পারবেন অন্য যাত্রী। ভারতীয় রেল যাত্রীদের সুবিধার কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছে। কীভাবে সেই সিট বুকিং করা যাবে? রেল সূত্রে জানা গিয়েছে, সিটটির বুকিং বুকিং করার আগে যাত্রীকে ট্রেনে ওঠার পর টিকিট পরীক্ষকের সাহায্যে নিয়ে চার্ট পরীক্ষা করে দেখে নিতে হয়। অবশ্য ট্রেনে চড়ার আগেও স্টেশনের সংরক্ষিত টিকিট কাউন্টার থেকে জানা যাবে ফাঁকা ট্রেনের ফাঁকা সিটের অবস্থান সম্পর্কে। এই পরিষেবার জন্য ট্রেনের টিকিট পরীক্ষককে এবার থেকে রেল দেবে ‘হ্যান্ড হেল্ড টার্মিনাল’ মেশিন।
এ প্রসঙ্গে পূর্ব রেলের বাণিজ্য বিভাগ জানিয়েছে, এখন এক্সিকিউটিভ ক্লাসে টিকিট পরীক্ষকদের ‘হ্যান্ড হেল্ড টার্মিনাল’ মেশিন দেওয়ার কাজ শুরু হলেও ভবিষ্যতে সব ট্রেনেই এই ব্যবস্থা থাকবে। ট্রেনে কর্তব্যরত টিকিট পরীক্ষক পরীক্ষার পর ফাঁকা সিটগুলিকে ‘মার্ক’ করে দেন। তবে এটা ট্রেনের যাত্রী ছাড়া অন্য কারও বোঝা সম্ভব নয়। যদিও এবার ট্রেনে ফাঁকা সিটের বিস্তারিত তথ্য ‘হ্যান্ড হেল্ড টার্মিনাল’ মেশিন সাহায্যে সব সংরক্ষণ টিকিট কাউন্টারে দেখা যাবে। এমনকি, আরএসি এবং ওয়েটিং সম্পর্কিত তথ্য জানা যাবে। এর ফলে যাত্রীরা চাইলে পরের স্টেশন থেকেই ট্রেনে বসেও টিকিট কেটে নিতে পারবেন।