রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

অফিসের মধ্যে খুন? উত্তর-পূর্ব দিল্লির আজাদপুরে অফিসের মধ্যে থেকে উদ্ধার করা হয়েছে এক মহিলা কর্মীর গলা কাটা দেহ। পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। রহস্যজনক এই ঘটনাটিকে নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলা একটি আর্থিক সংস্থা অফিসে কর্মরত ছিলেন। তিনি টেলিকলার পদে কাজ করতেন। পুলিশের কাছে শনিবার সন্ধ্যা ৭টা নাগাদ ওই অফিস থেকে ফোন যায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয়। অফিস গিয়ে তাঁরা দেখেন রক্তাক্ত অবস্থায় ওই মহিলার পড়ে আছেন। পুলিশ পরীক্ষা করে দেখে, ওই মহিলা কর্মীর গলা কাটা।
প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ধারালো কোনও অস্ত্র দিয়ে মহিলাকে খুন করা হয়েছে। পুলিশ এই ঘটনায় একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অফিসের সিসিটিভি এবং বিভিন্ন নথি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ ২৩ বছর বয়সী ওই টেলিকলারের মৃত্যুর কারণ নিয়ে কিছুটা ধন্দে রয়েছে। উত্তর-পূর্ব দিল্লির পুলিশ কমিশনার জানিয়েছেন, এই কাণ্ডে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।

Skip to content