শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

চতুর্থ ঢেউ কি আসন্ন! বৃহস্পতিবার ফের অনেকটা বাড়ল সংক্রমণের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১৮ হাজার ৯৩০ জন করোনা আক্রান্ত হয়েছেন। গতকাল সংখ্যাটি এক্সহিল ১৬১৫৯। এই মুহূর্তে দেশে করোনার সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ১৯ হাজার ৪৫৭ জন। গতকাল ৪ হাজার ২৪৫ জন কম ছিল। দেশে এখন করোনা সংক্রমণ বৃদ্ধির হার বেড়ে হয়েছে ৪.৩২ শতাংশ।
সারা দেশে একদিনে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৩৫ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১৪ হাজার ৬৫০ জন। সুস্থতার হার কমে দাঁড়িয়েছে ৯৮.৫২ শতাংশ। উল্লেখ্য, দেশে এখনও পর্যন্ত ৪ কোটি ২৯ লক্ষ ২১ হাজার ৯৭৭ জন মানুষ করোনা মুক্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার ৩০৫ জনের।
এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে ভারত-সহ কয়েকটি দেশে থাবা বসিয়েছে করোনাভাইরাসের ওমিক্রনের উপরূপ বিএ ২.৭৫। এ প্রসঙ্গে হু প্রধান টেড্রস অ্যাডানাম গেব্রিয়েসাস বলেন, করোনার ভাইরাসের এই উপরূপের প্রভাব বা ক্ষমতা কতটা, তা পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে।
ইজরায়েলের বিজ্ঞানী শে ফ্লেইশন চাঞ্চল্যকর দাবি করেছিলেন, বাংলা-সহ দেশের ১০টি রাজ্যে করোনা সংক্রমণের নতুন রূপ বিএ.২.৭৫-এর অস্থিত্ব পাওয়া গিয়েছে।
শে ফ্লেইশন ইজরায়েলের শেবা মেডিক্যাল সেন্টারে সেন্ট্রাল ভাইরোলজি ল্যাবরেটরির সঙ্গে যুক্ত। সম্প্রতি ফ্লেইশন একটি টুইট করেছিলেন। সেই টুইটে তিনি লিখেছেন, ‘সাতটি দেশ এবং ভারতের ১০টি রাজ্যে ৮৫টি সিকোয়েন্সের অস্থিত্ব মিলেছে। যদিও ভারতের বাইরে নতুন প্রজাতিতে সংক্রমণ পাওয়া যাওয়ার খবর মেলেনি।’
করোনার নতুন রূপের প্রভাব নিয়ে শে ফ্লেইশন জানিয়েছেন, এই বিশেষ প্রজাতিকে নিয়ে চিন্তার যথেষ্ট কারণ থাকলেও এখনই এর নির্দিষ্ট প্রভাব নিয়ে সিদ্ধান্তে আসা যাবে না।
গত কয়েক দিন দেশ জুড়ে ফের করোনা আক্রান্তের বৃদ্ধি হার বাড়ায় উদ্বেগ ছড়িয়েছে নতুন করে। এরই মাঝে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই দাবি, চিন্তার কারণ বলে মনে করছে স্বাস্থ্যমহল। চিকিৎসকদের একাংশের দাবি, ভাইরাস ক্রমশ বাড়লেও অনেকই কোভিডবিধি ঠিক মতো মানছেন না। ফলে সংক্রমণ আরও বাড়ছে।

Skip to content