বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

ইতিমধ্যে চিনে করোনার নতুন উপরূপ ওমিক্রন ‘বিএফ.৭’-এ অনেকেই আক্রান্ত হয়েছেন অনেকেই। উদ্বেগের কারণ হল, চিনের সেই উপরূপের খোঁজ ভারতেও মিলেছে। ভারতে ‘বিএফ.৭’-এ আক্রান্তরা ওড়িশা এবং গুজরাতের বাসিন্দা।
করোনা নিয়ে সতর্ক কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। করোনা সংক্রমণ নিয়ে নাগরিকদের সতর্ক করেছে কেন্দ্রীয় সরকার। জনবহুল জায়গায় গেলে মাস্ক পরার পরামর্শ দিয়েছে সরকার। পাশাপাশি দেশের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে প্রতি সপ্তাহে একবার করে বৈঠকে বসবে সংশ্লিষ্ট মন্ত্রক, এমন সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
কোভিড মোকাবিলায় বুধবার নয়াদিল্লিতে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। সেই বৈঠক শেষে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয় টুইটও করেন। সেই টুইটে তিনি লিখেছেন, “এখনও কোভিড পুরোপুরি যায়নি। তবে ভারত পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত রয়েছে।”
স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, কোভিড পরীক্ষা বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে। সেই সঙ্গে নমুনা কেন্দ্রের অনুমোদিত ‘ইনস্যাকোগ’ পরীক্ষাগারে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে জনগোষ্ঠীর মধ্যে করোনার নতুন কোনও প্রজাতি পাওয়া যাচ্ছে কি না, সে সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
আরও পড়ুন:

বাংলাদেশের জাগ্রত মন্দিরে মন্দিরে, পর্ব-৪৫: শিবরাত্রিতে লক্ষাধিক মানুষ ভিড় জমান, আসেন সোমনাথ মন্দিরের সাধু-সন্ন্যাসীরা, চলে মেলা, ধর্মসভাও

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৪৩: নোবেল-প্রাপ্তির সংবর্ধনা-সভায় রবীন্দ্রনাথ ক্ষোভ উগরে দিয়েছিলেন

গবেষণায় জানা গিয়েছে, করোনার নতুন উপরূপ ওমিক্রন ‘বিএফ.৭’ দ্রুত ছড়িয়ে পড়ে। এমনকি, চিন্তার বিষয় হল আরটিপিসিআর পরীক্ষাতেও ওমিক্রন ‘বিএফ.৭’-কে শনাক্ত করা সম্ভব হয় না। ফলে চিকিৎসকরা মনে করছেন, এখনও যাঁদের করোনা টিকা নেওয়া হয়নি, তাঁদের এই নতুন উপরূপে সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, কিডনির অসুস্থতা, ডায়াবিটিস বা বা অন্য কোনও অসুস্থতা বা কো-মর্বিডিটি থাকলে সতর্ক থাকতে।
শীতকালে সর্দি-কাশি, জ্বর স্বাভাবিক ব্যাপার। তবে ঠান্ডা লেগলেই যেমন করোনা নয় ঠিকই, তেমনই এই করোনা আবহে ঠান্ডা লাগলে এড়িয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে না। তাই নিরাপদে থাকতে জেনে নেওয়া জরুরি ওমিক্রন বিএফ.৭-এর উপসর্গগুলি ঠিক কী কী।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-১৫: যখন ‘ওরা থাকে ওধারে’

ইংলিশ টিংলিশ: জানেন কি ‘night owl’ বা ‘early bird’ কাকে বলে? কিংবা তিনতলাকে কেন ‘second floor’ বলে?

 

ওমিক্রন বিএফ.৭-এর উপসর্গ

করোনার বাকি উপসর্গের সঙ্গে এর বিশেষ কোন পার্থক্য নেই। তবে যে সব উপসর্গ দেখা দিলে সাবধান থাকতে হবে —
জ্বর
সর্দিকাশি
গলাব্যথা
শ্বাসযন্ত্রের সংক্রমণ
মাথাব্যথা
পেটে ব্যথা
শরীরের বিভিন্ন অংশে ব্যথা

আরও পড়ুন:

পর্দার আড়ালে, পর্ব-২২: রাইচরণ চরিত্রটা আমি করতে চাই, আমাকে এই চরিত্রটা করার সুযোগ দিন: উত্তমকুমার

হেলদি ডায়েট: হাড়ের সমস্যায় ভুগছেন? কী ভাবে নেবেন যত্ন? হাড় মজবুত রাখতে খাদ্যাভ্যাস ও জীবনযাত্রায় এই সব বদল আনুন

 

চিন্তার বিষয়

করোনার নতুন উপরূপ ওমিক্রন ‘বিএফ.৭’ ভাইরেসে সংক্রমিত ব্যক্তি একই সঙ্গে ১০-১৮ জনের মধ্যে এই ভাইরাসটি ছড়িয়ে দিতে পারেন। উদ্বেগের বিষয় হল— ওমিক্রন ‘বিএফ.৭’-এর ক্ষেত্রে সব সময় উপসর্গ নাও দেখা দিতে পারে। নিজের অজান্তে শরীরে প্রবেশ করতে পারে।
 

সংক্রমণ এড়ানোর উপায়

চিকিৎসকদের মতে, ভীষণ সাবধানে থাকতে হবে। ফের মাস্ক পরার অভ্যাস শুরু করতে হবে। ভিড় বাস, মেট্রো, ট্রামে মাস্ক অবশ্যই পরুন। অতিমারির সময় যে যে স্বাস্থ্যবিধি মেনে চলতেন, আবার সে সব শুরু করুন। যাঁদের এখনও টিকা নেওয়া হয়নি, তাঁরা অবশ্যই টিকা নিন। নিয়মিত স্যানিটাইজার ব্যবহার করুন। আগের মতো শারীরিক দূরত্ব বিধি মেনে চলতে হবে। বাড়ির বয়স্ক এবং ছোটদের সাবধানে রাখতে হবে।


Skip to content