ছবি: প্রতীকী।
আগামী দু’তিন চূড়ান্ত সতর্কতা জারি করল মৌসম ভবন। তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ-সহ দেশের চারটি রাজ্যে। বাংলা ছাড়া রয়েছে বিহার, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ। এই চার রাজ্যে তাপপ্রবাহের দাপট চলবে বলে মৌসম ভবন পূর্বাভাস দিয়েছে।
মৌসম ভবন তাঁদের পূর্বাভাসে জানিয়েছে, দু’তিন দিন ধরে পূর্ব ভারতে তাপপ্রবাহের দাপট চলবে। পাশাপাশি দক্ষিণ ভারতেও আগামী পাঁচ দিন এই পরিস্থিতি বজায় থাকবে। ১ মে অর্থাৎ বুধবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং ঝাড়খণ্ডের কোনও কোনও এলাকায় আবার কোথাও কোথাও ২ মে বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকবে। অন্য দিকে, ৩ মে পর্যন্ত তাপপ্রবাহ চলবে রায়লসীমা, অভ্যন্তরীণ কর্নাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে।
আরও পড়ুন:
গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৮৬: যন্ত্রণাদগ্ধ জ্যোতিরিন্দ্রনাথ রাঁচিতে পেয়েছিলেন সান্ত্বনার প্রলেপ
এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৪৬: সুন্দরবনের লৌকিক চিকিৎসায় ম্যানগ্রোভ—হরগোজা ও কেয়া
মৌসম ভবন তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে তেলঙ্গানা এবং সিকিমের কিছু এলাকাতেও। সোমবার দেশের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল বাংলার কলাইকুন্ডায়। পারদ ছুঁয়েছিল ৪৫.৪ ডিগ্রি সেলসিয়াসে। কলাইকুন্ডার পরই ছিল অন্ধ্রপ্রদেশের নান্দিয়াল। পারদ চড়েছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াসে। ওড়িশার বারিপদা এবং পশ্চিমবঙ্গের পানাগড় ছিল তৃতীয় স্থানে। সোমবার বারিপদা এবং পানাগড়ের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৪৪.৮ ডিগ্রি। সোমবার ৪৪ ডিগ্রি সেলসিয়াসের উপরে ছিল মেদিনীপুর, পানাগড় এবং সিউড়ি। অন্যদিকে, বিহারের শেখপুরা, ভাগলপুর এবং পূর্ণিয়া, উত্তরপ্রদেশের প্রয়াগরাজ, ওড়িশার আঙ্গুল এবং অন্ধ্রপ্রদেশের অনন্তপুরে সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৪৪ ডিগ্রি।
আরও পড়ুন:
পঞ্চমে মেলোডি, পর্ব-৬১: হায়রে কালা একি জ্বালা…
হাজার চেষ্টা করেও বাচ্চাকে খাওয়াতে পারছেন না? রইল পাঁচটি পরামর্শ
এদিকে, উত্তর-পশ্চিম ভারতে একেবারে বিপরীত ছবি ধরা পড়ছে। পূর্ব আফগানিস্তান এবং উত্তর-পশ্চিম রাজস্থানের উপর দু’টি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাবে আবহাওয়া দফতর এই সব অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। মৌসম ভবন ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দিয়েছে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং উত্তরপ্রদেশে। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে শিলাবৃষ্টি হতে পারে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জম্মু-কাশ্মীরে।
আরও পড়ুন:
প্রচণ্ড গরমে সতর্ক থাকুন প্রবীণেরা, একঝলকে জেনে নিন কী করবেন, কী করবেন না
মহাকাব্যের কথকতা, পর্ব-৬০: আধুনিক ভারতীয় রাজনীতির চালচিত্রে কি দশরথ ও কৈকেয়ীর ছায়া?
উত্তর-পূর্ব অসমের উপর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। এর জেরে অরুণাচল প্রদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে তুষারপাতেরও পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, ৩ মে পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজ়োরাম এবং ত্রিপুরায়।