শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

শীর্ষ আদালতে সোমবার রাজ্যের মহার্ঘ ডিএ মামলার শুনানির রায় ঘোষণার কথা ছিল। যদিও সুপ্রিম কোর্ট জানিয়েছে, ডিএ মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৪ ডিসেম্বর। আদালত বলেছে, মামলার সব পক্ষকে ১৪ ডিসেম্বরের মধ্যে নিজেদের যুক্তি লিখিত আকারে পেশ করতে হবে।
এদিকে, সুপ্রিম কোর্ট এও জানিয়েছে ডিএ মামলায় হাই কোর্টের নির্দেশে কোনও স্থগিতাদেশ থাকছে না। তবে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার শুনানির উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে।
শীর্ষ আদালতে রাজ্য সরকার জানিয়েছে, কলকাতা হাই কোর্টের রায় মেনে নিলে বকেয়া ডিএ দিতে খরচ হবে ৪১ হাজার ৭৭০ কোটি টাকা। এর মধ্যে যাঁরা সরাসরি সরকারি কর্মচারী তাঁদের জন্য ১১ হাজার ৭৯০ কোটি টাকা খরচ হবে। ১৮ হাজার ৩৬৯ কোটি টাকা লাগবে সরকারি সাহায্যপ্রাপ্তদের কর্মচারীদের জন্য। আর ১১,৬১১ কোটি টাকা লাগবে পেনশনভোগীদের জন্য।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-১৪: আশা-নিরাশা ও ভরসার সে এক অন্য ‘মনের ময়ূর’

ইংলিশ টিংলিশ: আজকে এসো দেখি Prefix আর Suffix কাকে বলে

চলতি বছরের ২০ মে ডিএ মামলায় কলকাতা হাই কোর্ট নির্দেশ দিয়, তিন মাসের মধ্যে রাজ্য সরকারকে বকেয়া ডিএ মেটাতে হবে। এর ফলে ৩১ শতাংশ হারে ডিএ দিতে হবে সরকারি কর্মীদের। কিন্তু হাই কোর্টের দেওয়া সেই সময়সীমা পেরিয়ে গেলে হাই কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের হয়।
আরও পড়ুন:

হেলদি ডায়েট: বাড়ছে ডেঙ্গুর প্রকোপ! রোগ প্রতিরোধে কেমন হবে ডায়েট? খাদ্যতালিকায় কী রাখলে দ্রুত সুস্থ হয়ে উঠবেন?

বাইরে দূরেঃ অযোধ্যা: প্রাচীন ভারতীয় ধর্ম-সংস্কৃতি সমন্বয়ের প্রাণকেন্দ্র/১

এদিকে, রাজ্য সরকার রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে হাই কোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল। কিন্তু সেই আর্জি খারিজ করে দিয়ে আগের রায়ই বহাল রাখে কলকাতা হাই কোর্টের বিচারপতি হরিশ টন্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ।

Skip to content