বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


কবাডি খেলোয়াড়দের শৌচাগারে রাখা খাবার পরিবেশন করা হয়েছে! এরকম একটি ঘটনাটি সামনে আসতেই তোলপাড় উত্তরপ্রদেশে। শৌচাগারের মধ্যে রাখা ভাত, তরকারি প্রভৃতি খাবার পরিবেশনের বেশ কিছু ভিডিয়ো নেট মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই সব ভিডিয়ো ঘিরেই বিতর্ক শুরু হয়েছে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ‘সময় আপডেটস’।
প্রকাশিত ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি ঘরের মধ্যে বিভিন্ন পাত্রে ভাত, সব্জি রাখা আছে। সেখান থেকে খাবার নিয়ে পরিবেশন করছে কিশোরীরা। এরা সবাই অনূর্ধ্ব-১৭ কবাডি প্রতিযোগিতার সদস্য। যেখানে খাবার রয়েছে তার ঘরের মেঝে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে উদ্বৃত্ত খাবার। ঘরটি আসলে একটি শৌচাগার।
সেই ভিডিয়োতে শৌচাগারের বেসিন এবং প্রস্রাব করার জায়গার ছবিও দেখা গিয়েছে। এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই সে রাজ্যে হইচই পড়ে যায়। বিশেষ সূত্রে খবর, শাহরানপুরে গত ১৬ সেপ্টেম্বর মেয়েদের অনূর্ধ্ব-১৭ কবাডি প্রতিযোগিতার সময় ভিডিয়োটি তোলা হয়েছে। রাজ্যের সরকার এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে।
আরও পড়ুন:

যোগা-প্রাণায়াম: বাহু ও পিঠে বেশ ফ্যাট জমছে? ছিপছিপে থাকতে নিয়মিত যোগাভ্যাস করুন

খাই খাই: ভোজবাজি এ বার বাড়িতেই, রইল লোভনীয় স্বাদের নবাবি ফিরনি-র রেসিপি

যদিও শাহরানপুরের ক্রীড়া আধিকারিক অনিমেষ সাক্সেনা জানিয়েছেন, ”বেশি জায়গা ছিল না। তাই পোশাক বদলানোর ঘরে খাবার রাখা হয়েছিল। খাবার বাথরুমে রাখা ছিল না। সুইমিং পুলের কাছে খাবারের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু বৃষ্টির জন্য পোশাক বদলানোর ঘরে খাবার রাখা হয়। স্টেডিয়ামে নির্মাণ কাজ চলায় অন্য কোনও জায়গা ছিল না যেখানে খাবার রাখা যায়।’’ জানা গিয়েছে, অনিমেষ সাক্সেনাকে সাসপেন্ড করা হয়েছে।


Skip to content